স্থিতিশীল তবু অক্সিজেন সাপোর্টেই ‘গানওয়ালা’, কবীর সুমনকে দেখতে হাসপাতালে মদন
Kabir Suman Health Update: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার গভীর রাতে ভর্তি হয়েছেন কবীর সুমন।
রবিবার গভীর রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সঙ্গীতশিল্পী কবীর সুমন। উডবার্নে ১০৩ নম্বর কেবিনে রাখা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে অক্সিজেন চালু করা হয়। ভর্তির সময় শরীরে তাঁর অক্সিজেনের মাত্রা ছিল ৯০। যেহেতু কোভিডের উপসর্গ তাই আরটিপিসিআর পরীক্ষা করানো হয়। যদিও সোমবার রাতে সে রিপোর্ট নেগেটিভ আসে।
আরও পড়ুন: বিজেপির ‘হেভিওয়েট’ বৈঠকে অনুপস্থিত রাজীব, লিঙ্ক পাঠানো হলেও যোগ দিলেন না ভার্চুয়ালি
তবে জ্বর, গলায় ব্যাথা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সূত্রে খবর, বুকে ও গলায় সংক্রমণ রয়েছে তাঁর। তবে তা ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে আবার ভাইরাল সংক্রমণও হতে পারে। মঙ্গলবার অবশ্য জ্বর অনেকটাই কমেছে। শ্বাসের সমস্যা থাকলে তা কম। বাইপ্যাপে অক্সিজেন দেওয়ার পর ৯৬-৯৭ অক্সিজেন স্যাচুরেশন রয়েছে। অন্যদিকে সোমবার গলায় ব্যাথার জন্য দুধ পাউরুটিও খেতে পারছিলেন না। মঙ্গলবার ততটা কষ্ট নেই। সোমবার রাতে হঠাৎই কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল কবীর সুমনের। বুকের সিটি স্ক্যান করা হলে তার রিপোর্টে দেখা যায়, প্রবীণ গায়কের সিওপিডির সমস্যা রয়েছে। সেই চিকিৎসাই এখন চালানো হচ্ছে হাসপাতালের তরফে।