Kali Puja 2022: আলোর উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য, জেলায় জেলায় পুজো প্যান্ডেলে মানুষের ঢল

| Edited By: | Updated on: Oct 24, 2022 | 11:01 PM

Kali puja 2022: কলকাতার পাশাপাশি প্রতিটি জেলায় চলছে শ্যামা মায়ের আরাধনা।

Kali Puja 2022: আলোর উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য, জেলায় জেলায় পুজো প্যান্ডেলে মানুষের ঢল
শক্তির আরাধনা। নৈহাটির বড় মা। ছবি ফেসবুক।

আজ কালীপুজো। শক্তির আরাধনার দিন। কালী পুজোর সঙ্গে বাংলার যেন এক অবিচ্ছিন্ন যোগ রয়েছে। শক্তিপীঠ, সতীপীঠগুলিতে সকাল থেকেই চলছে উপাসনা। উপাচার মেনে চলছে পুজো। পাশাপাশি মন্দিরগুলিতে নেমেছে ভক্তদের ঢল। কলকাতার পাশাপাশি জেলাগুলিও মেতেছে কালী পুজোর আরাধনায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Oct 2022 09:22 PM (IST)

    বাড়ির পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়

    বাড়ির পুজোয় অঞ্জলি দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • 24 Oct 2022 08:20 PM (IST)

    বেলুড় মঠে দেবীর আরাধনা

    belur

  • 24 Oct 2022 05:54 PM (IST)

    বাড়ির পুজোয় ভোগ রান্না মুখ্যমন্ত্রীর

  • 24 Oct 2022 05:53 PM (IST)

    মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো

  • 24 Oct 2022 05:39 PM (IST)

    আলোর উৎসবে ভবতারিণীর মন্দির

    আলোর উৎসবে সেজে উঠেছে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির।

    dakkhinessar

  • 24 Oct 2022 05:10 PM (IST)

    বাড়ির পুজোয় মমতা

  • 24 Oct 2022 05:08 PM (IST)

    বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী

    বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে পুজোর ব্যবস্থা।

  • 24 Oct 2022 03:57 PM (IST)

    মুঠোফোনে শৈশবের ক্ষতিই পুজোর থিম

    বারাসত কালিকাপুর যুব গোষ্ঠীর এবারের ভাবনা ‘মুঠোফোনে শৈশবের সর্বনাশ’। কীভাবে মোবাইলের জন্য শৈশব হারিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়েছে তাদের পুজো মণ্ডপে।

  • 24 Oct 2022 03:48 PM (IST)

    স্বাধীনতার আগের পুজো এবার শতবর্ষে

    স্বাধীনতার আগে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি সঞ্চয়ের জন্য বাগনানে মা কালীর পুজোর আরম্ভ করেছিলেন বিপ্লবী বিভূতিভূষণ বোস। ১৯২১ সালে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি সঞ্চয়ের জন্য কয়েকজন যুবককে নিয়ে কালীপুজো শুরু করেন তিনি। সেই পুজো ১০০ বছরে পড়ল। বর্তমানে এই পুজোর দায়িত্বভার নিয়েছে বাঙালপুর বয়েজ ক্লাবের সভ্যবৃন্দ থেকে গ্রামের মানুষ। এই বছর তাদের ভাবনা ‘মাটির টানে’।

  • 24 Oct 2022 02:04 PM (IST)

    তিন ধরনের ভোগ দিয়ে মা তারার আরাধনা তারাপীঠে

    (নিজস্ব চিত্র)

    আচার মেনে তারাপীঠে চলছে কালী পুজো। সকালবেলা দেবীকে স্নান করানো হয়েছে। মধ্যাহ্নে ভোগ দেওয়া হয়। এরপর সন্ধ্যে সাড়ে ছটা দেবীর বিশেষ আরতি হবে। সেখানে শীতল ভোগ দেওয়া হবে। আর নিশিপুজোতে তারা অঙ্গে কালী! অর্থাৎ মা তারা কালীরুপে পুজিত হবেন।

  • 24 Oct 2022 02:03 PM (IST)

    কাশীপুরে কালীপুজোতে সম্প্রীতির সুর

    বয়স কত কেউ জানে না। কবেই বা এর সূত্রপাত হয়েছিল কার হাত ধরে হয়েছিল সে সম্পর্কেও ওয়াকিবহাল নয় এলাকার সব মানুষ। তবে এলাকার বাসিন্দাদের দাবি রাজা কৃষ্ণচন্দ্রের আমলে কাশীপুরের এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। তখন থেকেই এখানে একটানা পুজো হয়ে আসছে। ফি বছর সেই মন্দিরের কালীপুজো (Kalipuja 2022) ঘিরেই সাম্প্রদায়িক সম্প্রীতির (Communal Harmony) অনন্য নজির ধরা পড়ে ভাঙড়ের কাশীপুর (Kasipur) গ্রামে।

    বিস্তারিত পড়ুন: Kalipuja 2022: কাশীপুরে কালীপুজোতে সম্প্রীতির সুর, মহামায়ার আরাধনায় কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবে মাতেন দুই সম্প্রদায়ের মানুষ

  • 24 Oct 2022 01:11 PM (IST)

    কামাখ্যায় দুই ভাবে পুজো হয়, বামাচার ও দক্ষিণাচার

    আজ কালীপুজো। আর কালীপুজোয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেছে কামাখ্যায়। কামাখ্যায় বামাচার ও দক্ষিণাচার, এই দুই ভাবে পুজো হয়। মন্দিরের চারদিকে লম্বা লাইন পড়েছে।

  • 24 Oct 2022 01:08 PM (IST)

    চারণকবি মুকুন্দদাস গান গেয়ে টাকা তুলে তৈরি করেন আনন্দময়ী কালীবাড়ি

    কাশী থেকে নিয়ে আসা প্রতিমাই স্থাপিত হয় শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে। চারণকবি মুকুন্দদাস মন্দিরের নামকরণ করেন। স্বাধীনতা সংগ্রামের সাক্ষী শিলিগুড়ির প্রাচীন এই মন্দির।

  • 24 Oct 2022 01:05 PM (IST)

    ঠনঠনিয়া কালীবাড়িতে চলছে বিশেষ উপাচার

    ঠনঠনিয়া কালীপুজো(নিজস্ব ছবি)

    উত্তর কলকাতার অন্যতম জাগ্রত মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি। ১১১০ সালে প্রতিষ্ঠিত হয় এটি। তারপর থেকে নিয়মিত পুজো-অর্চনা চলে। তবে আজ বিশেষ উপাচার চলছে।

    যখন এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল গোটা এলাকা ছিল জঙ্গলে ভরা। ডাকাতদের আক্রমণ বাড়লে নাকি মন্দিরের ঘণ্টা ঠনঠন করে বাজত। সেখান থেকেই নাম হয়েছে ঠনঠনিয়া

  • 24 Oct 2022 12:45 PM (IST)

    ১৫ বছরে পা দিল সাংসদ শান্তনু সেনের কালী পুজো

    (নিজস্ব চিত্র)

    দমদম সেভেন ট্যাঙ্কের পান্নালোকের শ্যামা পুজো। এই বছর তারা ১৫ বছরে পদার্পণ করল। পুরীর মন্দিরকে তুলে আনার চেষ্টা করেছেন থিমে। এই পুজোর পুরধা তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘প্রতিবার আমরা পরিকল্পনা করে নতুন থিম আনার চেষ্টা করি। আর এই বছর পুরীর জগন্নাথ দেবকে স্বল্প পরিসরের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি।অন্তর থেকে ভাল কাজ করলে প্রকৃতি এবং ঈশ্বর সহযোগিতা করেন।’

  • 24 Oct 2022 12:35 PM (IST)

    ছাতা মাথায় দিয়েই ভবতারিণী মন্দিরে ভিড় দর্শনার্থীদের

    দক্ষিণেশ্বর মন্দির

    ঝোড়ো হাওয়ার দাপট উড়িয়ে ছাতা মাথায় নিয়ে ভিড় দক্ষিণেশ্বরে। বেলা ১২টা থেকে ভোগ দেওয়া শুরু হবে। সেই সময় কিছুক্ষণের জন্য দরজা বন্ধ থাকবে। এরপর বাঁধভাঙা লাইন থাকবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ।

  • 24 Oct 2022 12:23 PM (IST)

    হোম যজ্ঞ শুরু হল কামাখ্যা মন্দিরে

    কামাখ্যায় চলছে হোম-যজ্ঞ(নিজস্ব চিত্র)

    সতীপীঠ কামাখ্যা। পুরাণে যে চারটি প্রধান সতীপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। সকাল থেকে শুরু হয়েছে পুজো। হোম-যজ্ঞ চলছে সেখানে। অগুনতি ভক্ত সমাগম হয়েছে।

  • 24 Oct 2022 12:11 PM (IST)

    কালীপুজোয় প্রচুর ভক্ত সমাগম তারাপীঠে

    তারাপীঠে (Tarapith) এদিন মা তারাকে কালী রূপে পুজো করা হয়। কারণ মা এখানে অধিষ্ঠাত্রি দেবী। সব দেবীর উর্দ্ধে মা তারাকে মান্যতা দেওয়া হয়। তাই তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজোর চল নেই। মা তারাকে সামনে রেখেই সমস্ত দেবী মূর্তির পুজো করা হয় সিদ্ধপীঠ তারাপীঠে। দীপান্বিতা কালী পুজোর তিথিতে সেই কারণে মা তারাকেও শ্যামা রূপে পুজো করা হয়। এ দিন মায়ের নিত্য পুজার্চনার পাশাপাশি শ্যামা রূপে মা তারাকে বিশেষ পুজো করা হবে।

    বিস্তারিত পড়ুন: Tarapith Temple: কালীপুজোয় প্রচুর ভক্ত সমাগম তারাপীঠে, সারারাত খোলা থাকবে মন্দির

Published On - Oct 24,2022 12:09 PM

Follow Us: