Abhishek Banerjee: আমেরিকা থেকে অস্ত্রোপচার করিয়ে কালী পুজোর দিন দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: গত ১২ অক্টোবর আমেরিকায় চোখের অস্ত্রোপচারের জন্য হপকিন্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
কলকাতা: চোখের জটিল অস্ত্রোপচার করিয়ে কালী পুজোর দিন অবশেষে দেশে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতা বিমান বন্দরে অবতরণ করছে তাঁর বিমান। এ দিন, সকাল ৮টা নাগাদ বিমানবন্দর থেকে বের হন অভিষেক। আমেরিকায় যাওয়ার দীর্ঘ ২৫ দিন পর কালী পুজোর দিন বাড়িতে ফিরলেন তিনি। বিমান বন্দর থেকে বেরনোর সময় তাঁর চোখে ঘষা কাচের চশমা দেখতে পাওয়া যায়।
গত ১২ অক্টোবর আমেরিকায় চোখের অস্ত্রোপচারের জন্য হপকিন্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এর আগে নিজের টুইটারে অভিষেকের অস্ত্রোপচারের ছবি পোস্ট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তখন কুণাল লিখেছিলেন, অস্ত্রোপচার সফল হয়েছে, অভিষেকও ভাল আছেন। তবে তাঁকে পর্যবেক্ষণ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ বছরে এটি ছিল তাঁর সপ্তমবারের চোখের অস্ত্রোপচার। ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় অভিষেকের বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এর আগে চোখে একাধিকবার অস্ত্রোপচারও হলেও সমস্যা পুরোপুরি মেটেনি৷ অক্টোবরেই আমেরিকা উড়ে যান তিনি। গত ১২ অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের চিকিৎসা করেন অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিৎসক।
২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। এর আগে কয়েক বার অভিষেকের ওই চোখে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসা হয়েছে সিঙ্গাপুর এবং হায়দরাবাদেও। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। কালীপুজোতে বাড়ি ফিরলেও, আপাতত বেশ কিছু নিয়ম তাঁকে মেনে চলতে হবে।