Cyclone Sitrang: আজ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং, কতদিন পর্যন্ত চলবে দুর্ভোগ জানাল হাওয়া অফিস
Weather Update: বুধবার সকাল পর্যন্ত এমন আবহাওয়াই থাকবে বলে জানা গিয়েছে। আর এর বেশি প্রভাব পড়বে সুন্দরবনে।
কলকাতা: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে সিত্রাং শঙ্কা (Sitrang)। বাংলায় জারি ঘূর্ণিঝড় সতর্কতা। সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর মঙ্গলবার সকালে বাংলাদেশে আছড়ে পড়তে পারে সেটি। ফলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু দক্ষিণবঙ্গে। বুধবার সকাল পর্যন্ত এমন আবহাওয়াই থাকবে বলে জানা গিয়েছে। আর এর বেশি প্রভাব পড়বে সুন্দরবনে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকালের মধ্যে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ল্যান্ডফলের সময় শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
আজ আবহাওয়া কেমন থাকবে?
সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সঙ্গে ৯০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। অপরদিকে, ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সব জেলাতেই দমকা ঝড়ো হাওয়া সর্বোচ্চ ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।
মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা ও নদিয়ায়। মাঝারি মাপের বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে হইতে। পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার। যদিও এই ঝোড়ো হাওয়া দুপুরের পর থেকে কমতে থাকবে। অপরদিকে, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে।
জলোচ্ছাস সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে। ৬ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সোম ও মঙ্গলবার সেই কারণে দুই চব্বিশ পরগনায় বাঁধের ক্ষতি হতে পারে। অমাবস্যার কোটালের ফলে ৫ মিটার পর্যন্ত এই জলোচ্ছ্বাস হতে পারে বলে অনুমান আবহবীদদের।
ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল সোম ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।