বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা
রাজ্যজুড়ে মোট পাঁচটি রথযাত্রা বার করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এই পাঁচটি রথই ছুঁয়ে যাবে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে।
কলকাতা: রাজ্যে বিজেপির রথযাত্রা (BJP Ratha Yatra) বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হল। রমাপ্রসাদ মজুমদার নামে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী মামলা দায়ের করেছেন। সম্ভবত আগামিকালই মামলার শুনানি।
উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে রথ বার করবে বিজেপি। অমিত শাহ দুটি রথের উদ্বোধন করবেন। তিনটি রথের উদ্বোধন করবেন জেপি নাড্ডা। রাজ্যজুড়ে মোট পাঁচটি রথযাত্রা বার করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এই পাঁচটি রথই ছুঁয়ে যাবে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে। তা নিয়ে মঙ্গলবারই মুখ্যসচিবকে চিঠি দেন বিজেপি নেতৃত্ব। মেলে অনুমতিও।
আরও পড়ুন: পুনরাবৃত্তি হল না উনিশের, একুশে সুর নরম করে বিজেপির রথযাত্রায় সায় রাজ্যের
তবে নবান্ন তরফে শুধু জানানো হয়েছে, যেখান দিয়ে রথ নিয়ে যেতে চায় বিজেপি, সেখানে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে নেতৃত্বকে। কিন্তু বুধবারই এর প্রেক্ষিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী। তাঁর বক্তব্য, এই ধরনের রথযাত্রা বার করা হলে রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।