ভোটের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বড় রদবদল
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই তিন দুঁদে আধিকারিকের বদলির ঘটনায় অনেকেই হতবাক।
কলকাতা: ভোটের আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (State Election commission West Bengal) বড় রদবদল। জয়েন্ট সিইও অনামিকা মজুমদার, অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মণ ও ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্যকে সরানো হল। শৈবাল বর্মণ বদলি হলেন নবান্নে।
কী কারণে এই তিনজনকে সরানো হয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এই তিন দুঁদে আধিকারিকের বদলির ঘটনায় অনেকেই হতবাক। যদিও কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে নির্দিষ্ট করে অর্ডারে কিছু বলা হয়নি। আজ বিকেলেই অর্ডার আসবে।
আরও পড়ুন: দুই সন্তানকে দু’হাতে চেপে ধরেছিলেন, চোখের সামনে ভেসে যাচ্ছিলেন স্ত্রী! ঝড়খালির অভিশপ্ত রবিবার
উল্লেখ্য, দুই আই এ এস অফিসার যোগ দেওয়ার পর সংখ্যা ছিল ১১। সিইও আইএএস তাকে ধরলে ১২। এখন তিনজন চলে যাওয়ার ফলে সংখ্যা ৮ জন। ভোটের ঠিক আগেই কমিশনের এই ধরনের সিদ্ধান্তের পেছনে বড় কোনও কারণ কাজ করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, কিছু দিন আগে নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানে বাংলার ১২ জন নির্বাচনী আধিকারিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁরা কীভাবে বছরের পর বছর বাংলাতেই থেকে গেলেন, সেই বিষয়টি তুলে ধরেন তিনি। সেই ১২ জনের তালিকায় নাম ছিল এই তিন আধিকারিকেরও।