Kolkata Airport: মাঝ আকাশে জ্ঞান হারালেন আরবের মহম্মদ, কলকাতায় অবতরণ করল বিমান
Kolkata Airport: শুক্রবার ভোর ৪টে ২৪ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। বিমান থেকে নামানো হয় ওই যাত্রীকে। এরপরই বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করেন। এরপর সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
কলকাতা: মাঝ আকাশে বিমানে হঠাৎই অজ্ঞান হয়ে গেলেন আরব আমিরশাহির আমিন গুলাম মহম্মদ (৭৬)। এরপরই জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমান। কলকাতা বিমানবন্দরে নামানো হয় তা। জানা গিয়েছে, শারজা থেকে ব্যাঙ্ককগামী বিমান এয়ার আরোবিয়ার ফ্লাইট জি৯ ৮২১ তখন কলকাতার আকাশে। হঠাৎই বিমানের সিটে এলিয়ে পড়েন আমিন। তাঁকে বিমানের সিটে পড়ে যেতে দেখেই অবস্থায় পাশে বসা সহযাত্রী পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন।
কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে বিমান অবতরণের অনুমতি চাওয়া হয়। বিমানে থাকা ১৮৪ জন যাত্রী এবং ৭ জন ক্রুকে নিয়ে এরপরই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
শুক্রবার ভোর ৪টে ২৪ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। বিমান থেকে নামানো হয় ওই যাত্রীকে। এরপরই বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করেন। এরপর সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।