জমি বিতর্কে অমর্ত্য সেনকে ‘হেনস্থা’, প্রতিবাদে অ্যাকাডেমির সামনে পথে নামলেন বুদ্ধিজীবীরা
বৃহস্পতিবার নোবেলজয়ীর পক্ষে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ তথা কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ‘প্রতীচী’র জমি বিতর্কে অমর্ত্য সেনকে (Amartya Sen) ‘হেনস্থা’র প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের। বাংলা অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে রয়েছেন তাঁরা।
এই কর্মসূচির প্রথম সারিতেই রয়েছেন কবীর সুমন, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়রা। কবীর সমুন বলেন, “যদি কেউ বলেন যে ক্ষীতিমোহন সেনের মেয়ে বা তাঁর স্বামী একটি জমি কিনেছেন এবং সেটা যদি কেউ অবৈধ বলে তাহলে কিছু বলার নেই। আমরা ছেড়ে দেব না।” সঙ্গে এও বলেন, “ছেড়ে না দেওয়ার কত রকম উপায় আছে তা আগের শাসকরা দেখেছেন এবারে এরা দেখবে।”
এপ্রসঙ্গে গায়ত সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, “‘সবকিছুর একটা দাঁড়ি টানা উচিত কোথাও। ব্যক্তিগতভাবে মনে হয় অমর্ত্য সেনের এটা প্রাপ্য নয়। সত্যি আমি এই বিষয়টির প্রতিবাদ করছি।”
শুভাপ্রসন্ন বলেন, “যেসব মনীষীদের আদর্শ করে এগিয়ে চলেছি, যাঁদের আদর্শে আমাদের যাপন তাঁদের আঙুল তুলছেন যাঁরা, তাঁদের জবাব দেওয়ার সময় এসেছে। যেভাবে যা যা করতে হয়, করব।”
আবার এই কর্মসূচিকে কটাক্ষ করেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন, “যাঁদের সারা শরীরে দাগ, সেই শুভাপ্রসন্ন মিটিং অর্গানাইজ করছেন। লোকে হাসছে।”
আরও পড়ুন: ক্রিসমাস ক্যারলের ছন্দে বিজেপিকে বিঁধে টুইট মহুয়ার
প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র সীমানায় বিশ্বভারতীর জমিও ঢুকে গিয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার নোবেলজয়ীর পক্ষে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ তথা কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।