সম্পত্তির সব হিসাব স্ত্রীর কাছেই! এবার দায় ঝেড়ে দাবি গরু পাচারকাণ্ডে ধৃত বিএসএফ কমান্ডান্টের
TV9 বাংলা ডিজিটাল: প্রথম থেকে সিবিআই (CBI) আধিকারিকদের প্রশ্নে উত্তর এড়িয়ে যাচ্ছিলেন তিনি। গাজিয়াবাদ, রায়পুর, সল্টলেকে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন টাকার হদিস পেয়েছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এত টাকা কোথা থেকে এসেছে, উত্তর দিতে পারেননি তিনি। শেষমেশ গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার করা হয় বিএসএফ (BSF) কমান্ডান্ট সতীশ কুমারকে (Satish Kumar)। কিন্তু […]
TV9 বাংলা ডিজিটাল: প্রথম থেকে সিবিআই (CBI) আধিকারিকদের প্রশ্নে উত্তর এড়িয়ে যাচ্ছিলেন তিনি। গাজিয়াবাদ, রায়পুর, সল্টলেকে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন টাকার হদিস পেয়েছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এত টাকা কোথা থেকে এসেছে, উত্তর দিতে পারেননি তিনি। শেষমেশ গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার করা হয় বিএসএফ (BSF) কমান্ডান্ট সতীশ কুমারকে (Satish Kumar)। কিন্তু এখনও নিজের গচ্ছিত অর্থ সম্পর্কে সঠিক তথ্য তদন্তকারীদের দিচ্ছেন না তিনি। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিএসএফ কর্মী তাঁর সব ‘অপকর্মের’ সব দায় চাপিয়ে দিয়েছেন স্ত্রী ও শ্বশুরের কাঁধে। সূত্রের খবর, সতীশ কুমার সিবিআই আধিকারিকদের জেরায় জানিয়েছেন, টাকা পয়সা, সম্পত্তির কোনও হিসেব নিকেশ তাঁর কাছে নেই। সব জানেন তাঁর স্ত্রী আর শ্বশুর। তিনি নিজে কিছুই জানেন না।
তদন্তে জানা গিয়েছে, সতীশের শ্বশুর রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন কর্মী। তিনি ২০০৬ সালে অবসর নেন। ২০১৬ সালের স্বেচ্ছায় আয় ঘোষণা প্রকল্পে ওই বিএসএফ কর্তার শ্বশুর প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি কথা ঘোষণা করেন। আরও অভিযোগ, গরু পাচার চক্রের মূল চক্রী এনামুল হকের স্ত্রীর সঙ্গে যৌথ সংস্থা খুলে কারবার চালিয়েছেন সতীশের দ্বিতীয় স্ত্রী। সিবিআই এখন ওই মহিলার বিয়ের আগের সম্পত্তি ও বিয়ের পরের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখছে।
আরও পড়ুন: কাজের ‘স্বাধীনতা’ চেয়ে দলীয় নেতৃত্বকে বার্তা, মানভঞ্জনের দায়িত্বে সৌগত
জানা গিয়েছে, সতীশের দ্বিতীয় স্ত্রী সল্টলেকের বাসিন্দা। তিনিই কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অমৃতসর, রায়পুর, দিল্লি, শিলিগুড়ির নামি-বেনামি সম্পত্তিগুলি দেখভাল করতেন। সতীশের স্ত্রী ও শ্বশুরকেও জেরা করতে পারে সিবিআই। আপাতত সতীশের কাছ থেকেও আরও তথ্য আদায়ের চেষ্টায় আছেন আধিকারিকরা।