শোভনকে শমন আদালতের, মামলাকারি কুণাল ঘোষ
কুণাল ঘোষের (Kunal Ghosh ) দায়ের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে শমন জারি করা হল বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের নামে
কলকাতা: শোভন চট্টোপাধ্যায়ের নামে শমন জারি হল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh ) দায়ের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করা হয়েছে। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chattopadhyay) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। আলিপুর আদালতে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী ১০ কোটি টাকার ওই মামলা দায়ের করেন।
কুণাল ঘোষের অভিযোগ, “শোভন রাজনৈতিক যুক্তি হারিয়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। সেখানে তিনি এমন শব্দ প্রয়োগ করেছেন, যা শুধু অরাজনৈতিকই নয়, অসংসদীয় ও কুরুচিকর। আমি ওঁকে জবাব রাজনৈতিকভাবেই দেব।”
উল্লেখ্য, সাংবাদিক বৈঠক থেকে শোভন তাঁকে ‘পকেটমার’ এর সঙ্গে তুলনা করেছিলেন। সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে মোটা অঙ্কের ‘বেতন পাওয়া’ কুণাল ‘দালাল’-এর কাজ করতেন বলেও আক্রমণ করেছিলেন তিনি। এর আগে কুণালকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলেও আক্রমণ করেছিলেন শোভন।
আরও পড়ুন: রাকেশ সম্পর্কে বিস্ফোরক তথ্য পামেলার মুখে! মাদক কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
এই সব মন্তব্যের জন্যই তিনি আইনি পদক্ষেপ করতে চান বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল ঘোষ। তারপর তিনি মানহানির মামলা দায়ের করেন। আজ, বুধবার শোভনকে সমন পাঠাল আলিপুর আদালত।