রাজাবাজারের বস্তিতে বিধ্বংসী আগুন

ঘিঞ্জি এলাকায় বড় বিপদের আশঙ্কা, কীভাবে লাগল আগুন?

রাজাবাজারের বস্তিতে বিধ্বংসী আগুন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 25, 2021 | 10:58 AM

কলকাতা: এবার রাজাবাজারের বস্তিতে বিধ্বংসী আগুন (Rajabazar Fire)। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।

সোমবার সকালে রাজাবাজারে ক্যানেল ইস্ট রোডের নারকেলডাঙা খালপাড়ের বস্তিতে আগুন লাগে। মূলত ওটি ছাগলপট্টি। প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রাই। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ঘিঞ্জি এলাকায় দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দমকলের চারটি ইঞ্জিন এখন আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আরও পড়ুন: রড, লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর ‘হামলা’, ফের উত্তপ্ত নন্দীগ্রাম

গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। বস্তিবাসীদের সরানো হয়েছে অন্যত্র। স্থানীয়দের অভিযোগ, দমকল আসতে দেরি করেছে।  হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি> কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।