কমানো হয়েছে আরও অক্সিজেনের মাত্রা, রাতে ভাল ঘুমোচ্ছেন-খাওয়াদাওয়াও ঠিকঠাক করছেন বুদ্ধবাবু!
ভালো ঘুমোচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। খাবার খাচ্ছেন, চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন তিনি।
কলকাতা: ভালো ঘুমোচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। খাবার খাচ্ছেন, চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন তিনি। মঙ্গলবার সকালে মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, আগের তুলনায় বেশ অনেকটাই ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে বর্তমানে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ। মিনিটে তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে ১-২ লিটার। তবে তাঁকে বাইপ্যাপেই রাখা হয়েছে। রক্তচাপ স্বাভাবিক। হৃদ্স্পন্দন মিনিটে ৬৫। রক্তে শর্করার পরিমাণও বর্তমানে ঠিকঠাক। শুকনো কাশি হচ্ছিল তাঁক। তার জন্য বুকে দু’বার এক্স-রে করা হয়। কাশিও তাঁর অনেকটা কম।
আরও পড়ুন: ‘উনি টুইট করা বন্ধ করুন!’ মমতার ‘ব্যক্তিগত বার্তা’ প্রকাশ্যে আনায় ধনখড়ের ওপর ক্ষুদ্ধ তৃণমূল
রেমডিসিভির কোর্স সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাঁর শরীরে রেমডিসিভির কী প্রভাব পড়ল, সেগুলি এখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন। গত ১৮ মে করোনা আক্রান্ত হন বুদ্ধবাবু। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে তাঁর শারীরিক অবস্থা নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিলেও ফের চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এদিকে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও ফের উৎকন্ঠায় অসুস্থ হয়ে পড়েন মীরা ভট্টাচার্য। তাঁকেও ফের ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থাও স্থিতিশীল।