সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! মদ বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার দুই ঠিকানায়

মদ পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছে আবগারি দফতর

সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! মদ বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার দুই ঠিকানায়
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2021 | 6:04 PM

কলকাতা: অতিমারি পরিস্থিতির মধ্যে সংক্রমণ রুখতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। বিশেষ করে রাতের সময়টা খুবই কড়াভাবে পালন করতে বলা হয়েছে নিয়ম-কানুন। কিন্তু এর মধ্যেও সব নিষেধাজ্ঞা উড়িয়ে রাতে দেদার পার্টি ও নাচাগানার আয়োজন করায় এ বার বড় কোপ পড়তে চলেছে শহরের দুই প্রথম সারির পাঁচতারা হোটেলের উপর। সূত্রের খবর, দ্য পার্ক এবং হিন্দুস্থান হোটেল ইন্টারন্যাশনালে মদ পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছে আবগারি দফতর। নিয়ম লঙ্ঘন করে পার্টি চালানোর কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

খুব বেশিদিন আগের কথা নয়। জুলাই মাসের গোড়াতেই করোনার বিধিনিষেধ উড়িয়ে ডিজে বাজিয়ে উদ্দাম পার্টি করার ঘটনায় পার্ক স্ট্রিটের বুকে থাকা জনপ্রিয় অভিজাত হোটেল ‘দ্য পার্ক’ থেকে ৩৭ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযোগ উঠে আসে, ওই হোটেলে মহিলাদের নাম করে রুম বুক করা হত, এবং সেক্স র‍্যাকেট চালানোর পাশাপাশি ড্রাগসের কারবার হত। অন্যদিকে, এই ঘটনার দিনকয়েকের মধ্যেই অনতিদূরে অবস্থিত HHI, অর্থাৎ হিন্দুস্থান হোটেল ইন্টারন্যাশনালেও একই ধরনের ঘটনা ঘটে। তারপরই কার্যত গোটা বিষয়টি নড়েচড়ে বসে আবগারি দফতর।

অভিযোগের ভিত্তিতে দু’টি হোটেলের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়। কলকাতা পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে যৌথভাবে এই তদন্ত চলে। অভিযোগের ভিত্তিতে দুই হোটেলের কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয় এবং গত সপ্তাহে এর শুনানি শেষ হয়। শুনানি শেষে দুই হোটেল কর্তৃপক্ষই দোষী সাব্যস্ত হয়। শাস্তিস্বরূপ আগামী ৬০ দিন উভয় হোটেলে থাকা একাধিক পানশালা বা হোটেল রুমে মদ বিক্রি করা যাবে না বলে জানানো হয়। আগামী দু’মাসের জন্য এই দুই হোটেলে পুরোপুরি বন্ধ থাকবে মদ সরবরাহ। আরও পড়ুন: অজন্তার পর এবার বসুন্ধরা, জাগো বাংলায় এবার কলম ধরলেন ক্ষিতি-কন্যা