কোনওভাবে কি তিনিও এই চক্র থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন? ধৃত দেবাঞ্জনের কসবার অফিস-ঘরের মালিক
কলকাতা: কসবা কাণ্ডে গ্রেফতার করা হল আরও এক জনকে। ধৃত অশোক কুমার রায়। বুধবার রাতেই তাঁকে আটক করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন অশোককুমার। অফিস ভাড়া দিয়েছিলেন দেবাঞ্জনকে। মাসিক ৬৫ হাজার ভাড়া নিতেন তিনি। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, দেবাঞ্জনের জালিয়াতি কারবারের সঙ্গে অশোককুমারও কোনওভাবে যুক্ত ছিলেন কিনা! দেবাঞ্জনের থেকে কি কোনওভাবে আর্থিকভাবে […]
কলকাতা: কসবা কাণ্ডে গ্রেফতার করা হল আরও এক জনকে। ধৃত অশোক কুমার রায়। বুধবার রাতেই তাঁকে আটক করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন অশোককুমার। অফিস ভাড়া দিয়েছিলেন দেবাঞ্জনকে। মাসিক ৬৫ হাজার ভাড়া নিতেন তিনি।
তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, দেবাঞ্জনের জালিয়াতি কারবারের সঙ্গে অশোককুমারও কোনওভাবে যুক্ত ছিলেন কিনা! দেবাঞ্জনের থেকে কি কোনওভাবে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন অশোককুমার? গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সূত্রের খবর, অশোককুমারকে দেবাঞ্জনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান।
২০২০ সালে মাসিক ৬৫ হাজার টাকার বিনিময়ে অফিস ঘর ভাড়া নেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই সুশান্ত দাস নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেবাঞ্জনের অত্যন্ত ঘনিষ্ঠ। শোভাবাজারে একটি অ্যাড এজেন্সিতে কাজ করতেন সুশান্ত। জানা গিয়েছে, কসবার যে বাড়িতে অফিস রুম ভাড়া নিয়েছিলেন দেবাঞ্জন, সেই মালিকেরই হয়ে আগে কাজ করতেন সুশান্ত। পরে দেবাঞ্জনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। সুশান্ত ঘোষ পরবর্তী কালে পুরসভার ডেপুটি ম্যানেজার পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলেন। পরবর্তীকালে প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
আরও পড়ুন: ‘IAS কি নীল বাতি গাড়ি ব্যবহার করতে পারে? কী করছিল পুলিশ?’ রাজ্যকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দেবাঞ্জনের বিরুদ্ধে। ঠকিয়ে টাকা নেওয়ার সময়ে ধনী-গরিব, চেনা-অচেনা- কাউকেই রেয়াত করতেন না দেবাঞ্জন। অভিযোগ তাঁরই কলেজের জুনিয়ারের। দেড় লক্ষ টাকার বিনিময়ে চাকরির আশ্বাস দিয়েছিল চৌবাগার বাসিন্দা ওই যুবককে। চাকরি মেলেনি, ফেরত আসেনি টাকাও।