‘তৃণমূল পরিবারে যদি একজনও অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত থাকে, তাহলে সেটা আমি’, বিস্ফোরক কুণাল

এটাও লিখেছেন, যা রাগ-‌অভিমান আছে তা দিদি ও দলের সঙ্গে ভোটের পর বুঝে নেব। তিনি লিখেছেন, "তৃণমূল পরিবারে যদি একজনও অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত থাকে, তাহলে সেটা আমি। বিনা দোষে আমাকে বলি করা হয়েছে।"

'তৃণমূল পরিবারে যদি একজনও অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত থাকে, তাহলে সেটা আমি', বিস্ফোরক কুণাল
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 1:40 PM

কলকাতা: দীর্ঘ একটি ফেসবুক পোস্ট। সেখানেই লিখলেন একটা খোলা চিঠি। আর তাতে ধরা পড়ল তাঁর একাধিক মান অভিমান, প্রাক্তন সহকর্মীদের বিরুদ্ধে ক্ষোভের কথা। মাঝের দীর্ঘ ব্যপ্তির পর রাজনীতিতে আবারও নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন কুণাল ঘোষ। বিভিন্ন জায়গায় সভা করতে দেখা যাচ্ছে তাঁকে। দলত্যাগীদের উদ্দেশে থাকছে তাঁর শাণিত আক্রমণ। রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা দানা বেঁধেছে, নির্বাচনের আগে কি টিকিট পেতেই এতটা সক্রিয় কুণাল? গুঞ্জন কানে এসেছে কুণাল ঘোষেরও (Kunal Ghosh)। তাই সেই ধন্দ মেটাতে সামাজিক মাধ্যমকেই বেছে নিলেন তিনি।

পোস্টের শুরুতেই তিনি জানালেন, বিধানসভা ও রাজ্যসভার প্রার্থীপদে কোনও আগ্রহ নেই তাঁর। সাধারণ কর্মী এবং প্রচারক হিসেবেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। দলের দুঃসময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি দলত্যাগীদের বিশ্বাসঘাতক বলে কটাক্ষও করেছেন।

এটাও লিখেছেন, যা রাগ-‌অভিমান আছে তা দিদি ও দলের সঙ্গে ভোটের পর বুঝে নেব। তিনি লিখেছেন, “তৃণমূল পরিবারে যদি একজনও অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত থাকে, তাহলে সেটা আমি। বিনা দোষে আমাকে বলি করা হয়েছে।”

উল্লেখ্য, সারদা কান্ডে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন কুণাল ঘোষ। তাতে ষড়যন্ত্রের অভিযোগ আগেও তুলেছেন তিনি। এবার লিখলেন, “যারা ষড়যন্ত্রী, তার 90% এখন বিজেপিতে। কারা সব ক্ষমতা ভোগের পর ক্ষোভের কথা বলছে?? আমার থেকে বেশি ক্ষোভ কারুর থাকতে পারে না। সিবিআই, ইডি থেকে বাঁচতে কেউ কেউ গেছে। আর কয়েকজন যার জন্যে যাচ্ছে, শুনলে চোখ কপালে উঠছে। যাঁরা যাচ্ছেন না, তাঁরাই বলে দিচ্ছেন প্রস্তাবের আকার আকৃতি। এরপর কয়েকজনের মুখে নীতির কথা শুনলে বমি আসছে।”

 

আরও পড়ুন: মোদীর ‘রাম কার্ড’-এর পালটা পার্থর ‘জনতা কার্ড’

শনিবার এই ফেসবুক পোস্ট করেন তিনি। তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা।