সুখবর! আজ থেকে সাধারণের জন্য চালু মেট্রো, জেনে নিন নতুন নিয়মবিধি-সময়সীমা…

Kolkata Metro: স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে, টোকেন চলবে না।

সুখবর! আজ থেকে সাধারণের জন্য চালু মেট্রো, জেনে নিন নতুন নিয়মবিধি-সময়সীমা...
কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 9:26 AM

কলকাতা: প্রায় ৬১ দিন বন্ধ থাকার পর আজ, শুক্রবার থেকে ফের চালু হল মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো (Kolkata Metro) সকাল আটটা থেকে রাত আটটা। মোট ৯৬ জোড়া ট্রেন চলবে।

স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে, টোকেন চলবে না।  সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে মেট্রো সাধারণ যাত্রীদের জন্য। শনিবার দিন ১০৪ টি ট্রেন চলবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় ক্ষেত্রের জন্য। রবিবার মেট্রো চলাচল বন্ধ থাকবে।

মেট্রো সূত্রে খবর,

♦ প্রতিদিন ১৯২ টি মেট্রো চলবে। ♦ দিনে ১ লক্ষ ২৫ হাজার যাত্রী বহনের লক্ষ্যমাত্রা রয়েছে। ♦ গড়ে ৬০০ জন করে যাত্রী বহন করা হবে। ♦ আপাতত স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করা হবে। ♦ স্মার্টকার্ড থাকলে তবেই মেট্রো ওঠা যাবে। সেইসঙ্গে মেনে চলতে হবে করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি।

সকাল ৮ টায় কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে। সকাল আটটা থেকে রাত ৯ টা পর্যন্ত মেট্রো চলবে। শনি ও রবিবার রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক বন্ধ থাকবে পরিষেবা। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তারা স্টাফ স্পেশ্যাল মেট্রো চালাবে।

এ প্রসঙ্গে মেট্রো রেল ডিজিএম প্রত্যুষ ঘোষ বলেন, “১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত আমরা কেবল স্টাফ স্পেশ্যাল ট্রেন চালাচ্ছিলাম। সাধারণের জন্য মেট্রো চালু করা হল। প্রতিটা কামরায় একটা ক্রস চিহ্ন দিয়েছি। একটা সিট অন্তর অন্তর ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এ রকম ৬০০ জন যাত্রীর আসন নির্ধারিত করা হয়েছে। তারপর সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়ে যেতে পারবেন যাত্রীরা। তবে লোকাল ট্রেন না চলায় যাত্রী কম হবে বলেই মনে করা হচ্ছে।” আরও পড়ুন: আলুর বন্ড বিক্রি! ‘ঠগ’ মহিলা ব্যাঙ্ক আধিকারিকের পাল্লায় লন্ডন ফেরত গবেষক

COVID third Wave