রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ সালের টেট পরীক্ষা রয়েছে। বহু চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে চাকরিপ্রার্থীদের কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে এবার তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। ছুটির দিনেও চালানো হবে বাড়তি মেট্রো পরিষেবা।
কলকাতা মেট্রোর তরফে শুক্রবার জানানো হয়েছে, রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ করিডরে আটটি অতিরিক্ত মেট্রো রেল চালানো হবে। এর মধ্যে চারটি চলবে আপ লাইনে এবং চারটি চলবে ডাউন লাইনে।
পরীক্ষা শুরুর আগে সাত মিনিট অন্তর মিলবে মেট্রো রেল। স্বাভাবিক দিনে রবিবার সকালে ১৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। পাশাপাশি বিকেলের দিকে, অর্থাৎ পরীক্ষা শেষের পরে ১০ মিনিট অন্তর মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে।
ওই দিনে সব মিলিয়ে ১৩৮টি মেট্রো চলাচল করবে নর্থ-সাউথ লাইনে। আপ ও ডাউন লাইনে ৬৯টি করে মেট্রো যাতায়াত করবে ওইদিনে। পরিস্থিতি অনুযায়ী যদি প্রয়োজন হয়, তাহলে মেট্রো রেলের সংখ্যা আরও বাড়ানো হবে রবিবার।
রবিবার টেট পরীক্ষার জন্য মেট্রোয় বাড়তি যাত্রীসংখ্যা থাকতে পারে বলে অনুমান করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই মতো সব কর্মী ও আধিকারিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
পাশাপাশি পরীক্ষার্থীদের যাতে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, সেই জন্য মহানায়ক উত্তম কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানটি, দমদম ও দক্ষিণেশ্বর স্টেশনে বাড়তি লোকবলও প্রস্তুত রাখা হচ্ছে।