Tapas Roy: যেখানে যাচ্ছেন, সেখানেই বিক্ষোভ! কী হচ্ছে তাপস রায়ের সঙ্গে?

Lok Sabha Election 2024: তাপস রায়ের কাছে এদিন সকালে অভিযোগ আসে যে উত্তর কলকাতার কেন্দ্রের কাশীপুরের ৫৭ নম্বর বুথে বিজেপির ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ পেয়েই ছুটে যান তাপস রায়। সেখানে যেতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি।

Tapas Roy: যেখানে যাচ্ছেন, সেখানেই বিক্ষোভ! কী হচ্ছে তাপস রায়ের সঙ্গে?
তৃণমূল কর্মীদের সঙ্গে তর্কাতর্কি বিজেপি প্রার্থী তাপস রায়ের।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 1:47 PM

কলকাতা: ভোট কেমন হচ্ছে? তা দেখতে বেরিয়ে আজ চারবার গো ব্যাক স্লোগানের মুখোমুখি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। প্রতিবারই বিক্ষোভের অগ্রভাগে থাকছেন মহিলারা। শেষ দফার ভোটের দিন দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী তাপস রায়। আজ সকালে  কাশীপুরে বিক্ষোভের মুখে পড়েন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এরপর বেলেঘাটাতেও তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। পরে বঙ্গবাসী কলেজেও বিক্ষোভের মুখে পড়েন তাপস রায়। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী।

জানা গিয়েছে, তাপস রায়ের কাছে এদিন সকালে অভিযোগ আসে যে উত্তর কলকাতার কেন্দ্রের কাশীপুরের ৫৭ নম্বর বুথে বিজেপির ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ পেয়েই ছুটে যান তাপস রায়।

সেখানে যেতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন ও বিক্ষোভ দেখান।অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরই তুমুল বচসা বাধে।

তাপস রায়ের দাবি, বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী ছিলেন না। এরপরই তিনি থানায় ফোন করেন। পুলিশ অফিসারদের আসতে বলেন।

এরপরে বেলেঘাটাতেও বিক্ষোভের মুখে পড়েন তাপস রায়। তাঁর গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।

শিয়ালদহ বঙ্গবাসী কলেজের সামনেও তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তাপস রায় বঙ্গবাসী কলেজে যেতেই তাঁকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা। জয় বাংলা স্লোগান দেওয়া হয়।

উল্টোডাঙার ভোটকেন্দ্রে গেলে, সেখানেও তাঁকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়। মহিলারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। বিজেপি প্রার্থীর অভিযোগ, নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। তিনি বলেন, “ভোটকেন্দ্রের সামনে জমায়েত হয়ে এই সমস্ত হুমকি বাহিনীরা হুমকি দিয়ে যাচ্ছেন আর তাদেরই সুরক্ষা দিচ্ছে পুলিশ।”

কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রদীপ ভট্টাচার্যকে।