পৃথক রাজ্য নয়, এবার ভিডিয়ো বার্তায় নয়া দাবি কেএলও প্রধানের
KLO: সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, জীবন সিংহর লিখিত বিবৃতি পাঠ করছেন পাভেল কোচ নামে এক যুবক। তিনি নিজেকে সংগঠনের বিদেশ সচিব হিসাবে পরিচয় দিয়েছেন।
সিজার মণ্ডল: রীতিমতো ভোলবদল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও-র। উত্তরবঙ্গের কোচ রাজবংশী জনজাতির মানুষদের নিয়ে তৈরি এই জঙ্গি সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবার ভোল বদলে পৃথক রাজ্যের বদলে স্বাধীন রাষ্ট্রের দাবি করল।
জীবন সিংয়ের নেতৃত্বাধীন কেএলও গত কয়েক মাস ধরেই সক্রিয় হয়ে উঠেছে। গত দুমাসে অন্তত চারটি ভিডিয়ো বার্তা দিয়েছেন কেএলও চেয়ারম্যান জীবন সিংহ। বৃহস্পতিবার রাতে নতুন ভিডিয়ো বার্তা কেএলও-র তরফ থেকে।
সেই ভিডিয়োতে অবশ্য জীবন সিংহকে দেখা যায়নি। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, জীবন সিংহর লিখিত বিবৃতি পাঠ করছেন পাভেল কোচ নামে এক যুবক। তিনি নিজেকে সংগঠনের বিদেশ সচিব হিসাবে পরিচয় দিয়েছেন।
লিখিত বিবৃতিতে দাবি করা হয়েছে, তাঁরা উত্তরবঙ্গের সাতটি জেলা, নেপালের কিছু অংশ, বিহারের কিষানগঞ্জ সংলগ্ন কিছু অংশ, অসমের বেশ কিছু এলাকা, মেঘালয়ের বেশ কিছু এলাকা ও বাংলাদেশের রংপুর এলাকা নিয়ে স্বাধীন কামতাপুর রাষ্ট্র গঠন করতে চায়।
তাঁদের দাবি, ইতিহাসে যে কোচবিহার রাজ্যের উল্লেখ ছিল, তার যা সীমা তার পরিসর মেনেই স্বাধীন কামতাপুর রাষ্ট্র তৈরি করা হবে। এই বিবৃতিতে ভারতকে তাঁদের সবচেয়ে বড় শত্রু হিসাবে বর্ণনা করা হয়েছে। সশস্ত্র সংগ্রামের আহ্বান জানানো হয়েছে এই ভিডিয়ো বার্তায়।
উল্লেখ্য, ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেখানে বিভিন্ন জনজাতি, তাঁদের নিজস্ব ভাষার ভিত্তিতে রাজ্য পেয়েছে। সামাজিক, অর্থনৈতিক মানোন্নয়ন হয়েছে প্রত্যেক জনজাতির। কিন্তু তাঁদের কোনও মানোন্নয়ন এতদিনেও হয়নি। তাঁদের কাছে স্বাধীনতা দিবস অর্থবহ নয়। স্বাধীন হতে গেলে, তাঁদের জনজাতির আলাদা সত্ত্বা প্রয়োজন। আর সেক্ষেত্রেই তাঁদের এই দাবি আরও জোরাল হচ্ছে।
কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের জন্ম ১৯৯৫ সালে। তোমির দাস ওরফে জীবন সিংহ আলিপুরদুয়ারের উত্তর হলদিবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর হাত ধরেই কেএলও-র জন্ম। এবং প্রথম থেকেই কেএলও উত্তর পূর্ব ভারতের বরো ও বরো জঙ্গি গোষ্ঠী এনডিএফবি-র খুব ঘনিষ্ঠ। কেএলও গোষ্ঠী উলফা গোষ্ঠীরও খুব ঘনিষ্ঠ।
গোয়েন্দাদের দাবি মায়ানমারে উলফা, এনডিএফবি ও কেএলও একই জায়গায় একই সঙ্গে শিবির করে থাকে। অসমের গোয়েন্দাদের দাবি, জীবন সিংহ এখনও মায়ানমারের শিবিরেই রয়েছেন। মায়ানমারের শিবির থেকেই এই ভিডিয়ো বার্তা পাঠাচ্ছেন। তবে রাজ্যের গোয়েন্দাদের দাবি, গত কয়েক মাসে জীবন সিংহ এ রাজ্যে পুরনো কেএলও নেতৃত্ব যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে ফের যোগাযোগ করার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে অনেকে আত্মসমর্পণও করেছেন। নতুন নিয়োগের ওপরও নজর দিচ্ছেন জীবন সিংহ। সূত্রের খবর, গত ২ বছরে বেশ কিছু যুবক কেএলও-তে যুক্ত হয়েছেন। তাঁরা প্রশিক্ষণ নিয়েছেন। নতুন করে উত্তরবঙ্গে অশান্তি ছড়ানোর পরিকল্পনা রয়েছে কেএলও-র। বড়সড় হিংসা কিংবা নাশকতারও ছক থাকতে পারে কেএলও-র। এমন আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের। আরও পড়ুন: ‘করোনা কিন্তু চলে যায়নি’, উৎসবের মরসুমে কী ভাবে সংক্রমণ এড়াবেন পরামর্শ চিকিৎসকদের