Kolkata Physical Harassment Case: হোটেলে অফিস পার্টি চলাকালীনই এক তরুণীকে ডেকে নিয়ে যান মহিলা সহকর্মী, রুমে ঘৃণ্য ঘটনা
Kolkata Physical Harassment Case: পুলিশ সূত্রে খবর, গত ১১ জুন চিনার পার্কের একটি অভিজাত হোটেলে ছ'তলা পুরোটাই ভাড়া নেওয়া হয়েছিল। পার্টিতে একটি বেসরকারি সংস্থার অনেকেই উপস্থিত ছিলেন।
কলকাতা: হোটেল ভাড়া করে অফিসের পার্টি চলছিল। সেখানে একটি রুমে নিয়ে এক মহিলাকে মাদক খাইয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১১ জুন চিনার পার্কের একটি অভিজাত হোটেলে ছ’তলা পুরোটাই ভাড়া নেওয়া হয়েছিল। পার্টিতে একটি বেসরকারি সংস্থার অনেকেই উপস্থিত ছিলেন। মহিলার বয়ান অনুযায়ী, তাঁরই এক সহকর্মী ও তাঁর বন্ধুকে তাঁকে বুঝিয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানেই তাঁকে মাদক খাইয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বুধবারই বাগুইআটি থানায় মহিলার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
ধৃতদের বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে । মহিলাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গোপন জবানবন্দি জন্য মহিলাকে আদালতে পাঠানো হবে এদিনই। তদন্তে নেমে পুলিশ হোটেলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছে, ওইদিন হোটেলে বেসরকারি সংস্থার পার্টি চলছিল। সেদিন নির্যাতিতাকে ৬০২ নম্বর ঘরে একবার ঢুকতে দেখেছিলেন হোটেলের কর্মীরা। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।
মহিলার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতরা পুলিশ হেফাজতে থাকায়, তাঁদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয় পাওয়া যায়নি।