রাকেশ সিংয়ের বাড়ির পাশের বিল্ডিংয়ে তল্লাশি পুলিশের, ফের বচসা ছেলের সঙ্গে

কোকেন কাণ্ডে (Drug Case) বেশ কিছুটা বেকায়দায় বিজেপি (BJP) নেতা রাকেশ সিং (Rakesh Singh)। গতকাল তাঁকে ও যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ (Kolkata Police)। এর পরই বৃহস্পতিবার সন্ধেয় বন্দর এলাকার প্রভাবশালী বিজেপি নেতার কর্মচারীদের বসবাসস্থলে তল্লাশি চালায় পুলিশ।

রাকেশ সিংয়ের বাড়ির পাশের বিল্ডিংয়ে তল্লাশি পুলিশের, ফের বচসা ছেলের সঙ্গে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 7:53 PM

কলকাতা: কোকেন কাণ্ডে (Drug Case) বেশ কিছুটা বেকায়দায় বিজেপি (BJP) নেতা রাকেশ সিং (Rakesh Singh)। দিন দুয়েক আগে গ্রেফতার করার পর গতকাল তাঁকে ও যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ (Kolkata Police)। এর পরই বৃহস্পতিবার সন্ধেয় বন্দর এলাকার প্রভাবশালী বিজেপি নেতার কর্মচারীদের বসবাসস্থলে তল্লাশি চালায় পুলিশ। তবে পুলিশ হাজির হওয়ার পর প্রথমেই রাকেশের ছেলের সঙ্গে ফের কিছুক্ষণ বচসা হয়। যদিও দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও এ দিন পুলিশ কিছু পায়নি।

এই মামলায় আগাগোড়াই বিজেপি নেতা রাকেশ সিংয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। সংবাদ মাধ্যমের সামনে এ দিন তিনি দাবি করেন, “রাকেশ সিং আমাকে শারীরিক হেনস্থা করেছে। আমাকে ফাঁসানো হবে আগেই জানতাম।” পাশাপাশি পুলিশ যেভাবে তদন্ত করছে, তাতে তিনি সন্তুষ্ট বলেও জানান। এর পরই রাকেশের বাড়িতে হানা দেয় পুলিশ।

সূত্রের খবর, এ দিন রাকেশের বাড়ির পাশের বিল্ডিংয়ে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু, সেখানে ঢুকতে গেলে বাধা দেয় রাকেশ সিংয়ের ছেলে। তাঁর বক্তব্য, পুরো তল্লাশির ভিডিয়ো করা-সহ তল্লাশির সময় সে-ও উপস্থিত থাকবে। সেই মতো নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ে ঢোকে পুলিশ। প্রায় ৪০-৫০ মিনিট ধরে চলে তল্লাশি। যদিও তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। লালবাজারের নারকোটিক ব্যুরো-সহ এআরএস শাখার জনা ১০ আধিকারিক এ দিন তল্লাশি চালান সেখানে।

আরও পড়ুন: এ বার যে কোনও জায়গায় চলে যাব…খুঁজে বেড়াবে, আমাকে কোথায় পাবে কোনও ঠিক নেই: মমতা

অন্যদিকে, কোকেন কাণ্ডের তদন্তে নেমে তদন্তকারীদের হাতে এসেছে একটি অডিয়ো ক্লিপ, তাতে শোনা গিয়েছে বেশ কয়েকজন প্রভাবশালীর নাম। বুধবার রাতে সেই ক্লিপ চালিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় বিজেপি নেতা রাকেশ সিং ও বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের নারকোটিক সেলের গোয়েন্দারা। সেই জেরাতেই কোনও সূত্র উঠে আসার কারণেই আজকের তল্লাশি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘রাকেশের আমার ওপর ইন্টারেস্ট ছিল, আমাকে অন্য চোখে দেখা শুরু করে…’ বোমা ফাটালেন পামেলা