অভিনব প্রতিবাদ: চড়লেন না স্করপিও, ব্যাটারি গাড়িতে নবান্নে মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ইলেকট্রিক স্কুটারে নবান্নে (Nabanna) গেলেন। পেট্রো পণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধির (Protest Of Fuel Price Hike) অভিনব প্রতিবাদ।

অভিনব প্রতিবাদ: চড়লেন না স্করপিও, ব্যাটারি গাড়িতে নবান্নে মমতা
নবান্নের পথে মুখ্যমন্ত্রী
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 12:48 PM

কলকাতা: পেট্রো পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির (Protest Of Fuel Price Hike) অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। ইলেকট্রিক স্কুটারে নবান্নে (Nabanna) গেলেন তিনি। স্কুটি চালালেন তাঁর মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর পিছনের আসনে বসে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনব দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা।

নেই কোনও স্লোগান, নেই চড়া সুর। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আমজনতার মতো স্কুটারে চেপে নিজের দফতরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাদা শাড়ি, মাথায় নীল হেলমেট। ফিরহাদের পরনেও সাদা কুর্তা। তবে দু’জনের গায়েই দেখা গিয়েছে ফেস্টুন। আর সেখানেই ফুটে উঠেছে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ভাষা।

এ দিন হুগলি সেতুর ওপর সে অর্থে বিশেষ কোনও নিরাপত্তার ব্যবস্থাও ছিল না। ফিরহাদের ইলেকট্রিক স্কুটারের চার-পাঁচটা গাড়ির পিছনেই ছিল সাধারণ অফিস যাত্রীদের গাড়ি। তাঁদের দেখে একবার হাত নাড়াতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বেলা ১১.৪৯ মিনিটে নবান্নে ঢোকেন মুখ্যমন্ত্রী।

নবান্নে মুখ্যমন্ত্রী

নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী স্কুটারে চালকের আসনে বসে মাইক ধরেন। তারপর সুর চড়ান পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। তিনি বলেন, “বিশাল ভাঁওতা, সাধারণ মানুষের পকেট কাটা, অসহায় অবস্থায় ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে।” বিজেপিকে ঠুকে তিনি বলেন, “ভোট এলেই বলে বিনা পয়সায় গ্যাস দেবে। উল্টে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিচ্ছে।” দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯১.১২ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৮৪.২০ টাকা। রান্নার গ্যাসের দাম ফের বেড়েছে। বুধবার রাত থেকে ফের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। এ দিন থেকে কলকাতায় সিলিন্ডার পিছু দাম হল ৮২০ টাকা ৫০ পয়সা। এই নিয়ে ফেব্রুয়ারি তিন ধাপে বাড়ল ১০০ টাকা।

আরও পড়ুন: এক মাসে ১০০ টাকা! মধ্যবিত্তের চাপ বাড়িয়ে আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের

তবে এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, মমতা দু চাকার যানে সওয়ার করছেন,  এ দৃশ্য শেষ দেখা গিয়েছিল নন্দীগ্রামে। অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলনের সময়। প্রেক্ষাপট অবশ্য আলাদা ছিল। আলাদা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়ও। সে সময় বিরোধী নেত্রী ছিলেন মমতা। নন্দীগ্রামে সে সময় উত্তেজনা টানটান। ছত্রধর মাহাতোর বাইকে চেপে নন্দীগ্রামে ঢুকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।