Maoist Leader : খোঁজ দিতে পারলেই মিলত ১ লক্ষ টাকা, নদিয়ায় কলকাতা STF-র জালে মাওবাদী নেতা

Maoist Leader : নদিয়া ও মুর্শিদাবাদে সংগঠন বিস্তারে বড় হাত ছিল প্রদীপের। বহু দিন থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। তিনি মাওবাদী সামরিক কমিশনের সদস্য ছিলেন বলেও জানা যাচ্ছে।

Maoist Leader : খোঁজ দিতে পারলেই মিলত ১ লক্ষ টাকা, নদিয়ায় কলকাতা STF-র জালে মাওবাদী নেতা
তা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার মাওবাদী নেতা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 9:26 PM

কলকাতা: ১০ বছরের বেশি সময় ধরে যুক্ত ছিলেন মাওবাদী সংগঠনের সঙ্গে। তাঁর খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল ঝাড়খণ্ড সরকার (Jharkhan Government)। অবশেষে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার মাওবাদী নেতা (Maoist Leader) প্রদীপ মণ্ডল। এদিন নদিয়ার নাকাশিপাড়া এলাকার বর্নিয়া গ্রাম থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। তাঁর বাড়ি ডায়মন্ড-হারবারের বাহাদুরপুর গ্রামে। সূত্রের খবর, বিহার-ঝাড়খণ্ড স্পেশ্যাল রিজিওনাল কমিটির সদস্য ছিলেন তিনি। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। একইসঙ্গে তিনি মাওবাদী সামরিক কমিশনের সদস্য ছিলেন বলেও জানা যাচ্ছে। 

নদিয়া ও মুর্শিদাবাদে সংগঠন বিস্তারে বড় হাত ছিল প্রদীপের। বহু দিন থেকেই তাঁকে খুঁজছিল একাধিক রাজ্যের পুলিশ। এদিন প্রদীপের সঙ্গে পাকড়াও করা হয়েছে প্রদীপের সঙ্গী জিসান আলীকে। সূত্রের খবর, বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডেও রীতিমতো সক্রিয় ছিলেন প্রদীপ। সাম্প্রতিক সময়ে প্রদীপ নদিয়া জেলায় মাওবাদীদের ফ্রন্টাল একটি সংগঠনের হয়ে কাজ করছিল বলে দাবি পুলিশের। এদিন প্রদীপের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। 

বৃহস্পতিবার প্রদীপকে আদালতে পেশ করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রদীপের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং ৫ রাউন্ড বুলেট পাওয়া গিয়েছে। সূত্রের হেস্টিংস থানার একটি অস্ত্র মামলার জোরদার তদন্ত চালাচ্ছিল পুলিশ। এই তদন্তেই উঠে আসে প্রদীপের নাম। তারপর থেকেই তাঁকে ধরার জন্য ফাঁদ পাততে শুরু করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। অবশেষে মেলে সাফল্য। বর্তমানে ১১ এপ্রিল পর্যন্ত প্রদীপের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।