নেপথ্যে ১০ বছরের ‘বিশ্বস্ত’ পরিচারকই! তপন জ্যোতির বাড়ি থেকে ১৩ লক্ষ টাকা চুরির কিনারা

Kolkata: ৫ দিন আগে তপন শাস্ত্রী নিউটাউন থানায় তাঁর বাড়িতে চুরি যাওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন।

নেপথ্যে ১০ বছরের 'বিশ্বস্ত' পরিচারকই! তপন জ্যোতির বাড়ি থেকে ১৩ লক্ষ টাকা চুরির কিনারা
ডান দিকে- অভিযুক্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 10:55 AM

কলকাতা: জ্যোতিষশাস্ত্রবিদ তপন জ্যোতি শাস্ত্রীর নিউ টাউনের বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার পরিচারক। ধৃতের নাম তন্ময় রায়। আজ তাকে বারাসত আদালতে পেশ করা হবে।

৫ দিন আগে তপন শাস্ত্রী নিউটাউন থানায় তাঁর বাড়িতে চুরি যাওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর বাড়ি থেকে ১৩ লক্ষ টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তপন শাস্ত্রীর বাড়িতে পরিচারক হিসেবে ১০ বছর ধরে যিনি কাজ করেন, সেই পরিচারক হঠাত্ উধাও।

পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে সেই তন্ময় রায়ের নামই। কিন্তু ‘বিশ্বস্ত’ তন্ময়ের প্রতি এক ফোঁটাও সন্দেহ হয়নি পরিবারের সদস্যদের। জানা গিয়েছে, চুরির ঘটনা প্রকাশ্যে আসার কিছু দিই আগেই ছুটি নিয়ে বাঁকুড়ায় নিজের বাড়িতে গিয়েছিলেন তন্ময়। কিন্তু তারপর আর ফিরে আসেননি।

পুলিশের সন্দেহ হয় রবিবার বাঁকুড়া কোতুলপুর থেকে গ্রেফতার করা হয় তনময় রায়কে। জেরায় নিজের অপরাধ স্বীকার করেন তন্ময়। কয়েক ধাপে ১৩ লক্ষ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন বলে জেরায় স্বীকার করেন। আজই তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। আরও পড়ুন: টানা হল ক্যামেরা, মত্ত অবস্থায় অভব্য আচরণ! করোনা বিধি লঙ্ঘন করায় পার্ক স্ট্রিটে আটক দুই যুবক

COVID third Wave