মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা আদৌ শেষমেশ হবে? কেন্দ্রের সিদ্ধান্তের প্রভাব কি এ রাজ্যেও? স্পষ্ট করলেন প্রাক্তন সংসদ কর্তা
বাংলায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সময়সূচি ঘোষণা হতে পারে। তবে প্রশ্ন উঠছে, কেন্দ্রের সিদ্ধান্ত কি প্রভাব ফেলতে পারে বাংলায়?
কলকাতা: করোনা আবহে শেষমেশ বাতিল হয়ে গিয়েছে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। আগেই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতি মাথায় রেখে পড়ুয়াদের কথা ভেবেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সময়সূচি ঘোষণা হতে পারে। তবে প্রশ্ন উঠছে, কেন্দ্রের সিদ্ধান্ত কি প্রভাব ফেলতে পারে বাংলায়?
এ বিষয়ে ব্যাখ্যা করেছেন প্রাক্তন সংসদ কর্তা দেবাশিস সরকার। তাঁর বক্তব্য, “একটা প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। তার ভিত্তিতে আজ সূচি ঘোষণা হওয়ার কথা। কিন্তু এর মাঝে ডেভলপমেন্ট হয়েছে। আদালতে মামলা হয়েছে। সিবিএসই, আইএসসি-র ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা হবে না। সুপ্রিম কোর্টে যদি কোনও ভার্ডিক্ট হয়, তাহলে সারা দেশের সব বোর্ড কাউন্সিলই সেদিকে তাকিয়ে থাকবে। রাজ্য আজ স্বাধীনভাবে ঘোষণা করবে ঠিকই, তবে সামগ্রিক পরিস্থিতির ওপর বিচার করে, এটা বাস্তবায়িত হবে কিনা, তা সময় বলবে। ঘোষণা হবে, কিন্তু তারপরও একটা অনিশ্চয়তা তাড়া করবে। শেষমেশ আমাদের জুলাইতে গিয়েই বুঝতে হবে পরীক্ষাটা আদৌ হতে পারছে কিনা। বাচ্চাদের ওপর একটা অস্থিরতা কাজ করছে। অপেক্ষা করতে হবে কোর্টের রায় আর সরকারি নির্দেশিকার ওপর।”
বুধবার ঘোষণা হতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। দুপুর ২টো নাগাদ যৌথ ভাবে সাংবাদিক বৈঠক ডেকেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গতকালই উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা বাতিল করেছে সিবিএসই। তবে বাংলায় যে পরীক্ষা হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার রীতিতে এসেছে সামান্য রদবদল।
আরও পড়ুন: এবছর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু? সময়সূচি নিয়ে বড় ইঙ্গিত
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর,
♦ মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। ♦ উত্তর দিতে হবে প্রশ্নপত্রের ৫০ শতাংশের। ♦ ৯ দিনেই শেষ করতে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। ♦ সর্বাধিক বিষয় হতে পারে ১৮-২০ টি। ♦ যে বিষয়ের পরীক্ষাগুলি হল না, ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে। ♦ সেভাবেই মার্কশিট তৈরি হবে।