Kolkata Bad Road: পুজোর আগে হাল ফিরবে তো কলকাতার ৪৪ বেহাল রাস্তার? নাকি ভরসা সেই জোড়াতাপ্পিই? প্রশ্ন জনতার

Kolkata Bad Road: প্রসঙ্গত, প্রতিবছরই পুজোর আগে রাজ্যের নানা প্রান্তে রাস্তা সারাইয়ের একটা তৎপরতা শুরু হয়ে যায়। তার আগে বর্ষাতে বহু রাস্তাই খানাখন্দে ভর্তি হয়ে যায়। শেষ পর্যন্ত কোনওমতে জোড়াতাপ্পিই দিয়েই উতরে যায় পুজো। এবারও সেই ছবি দেখা যাবে না তো? প্রশ্ন তুলছে আম-আদমি।

Kolkata Bad Road: পুজোর আগে হাল ফিরবে তো কলকাতার ৪৪ বেহাল রাস্তার? নাকি ভরসা সেই  জোড়াতাপ্পিই? প্রশ্ন জনতার
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 9:39 AM

কলকাতা: ছবিটা প্রতিবছর কমবেশি একই থাকে। এমনটাই অভিযোগ কলকাতাবাসীর। এবার পুজোর আগে তিলোলত্তমার বেশকিছু রাস্তার যেন বড্ড শরীর খারাপ। বৃষ্টির জমা জলে আরও বেড়েছে সমস্য়া। হচ্ছে না স্বাস্থ্য পরীক্ষা, হচ্ছে না চিকিৎসা, অভিযোগ এমনটাই। এদিকে নাগরিকদের কাছ থেকে লাগাতার অভিযোগ আসায় চিন্তা বাড়ছে প্রশাসনের অন্দরেও। ইতিমধ্যেই শহরের ৪৪টি খারাপ রাস্তার তালিকা এসেছে মেয়রের কাছে। রাস্তাগুলির কবে সারাই হবে, কবে ফের ভাল পথে ভালভাবে হাঁটতে পারবেন শহরবাসী সেটাই এখন বড় প্রশ্ন।  

সূত্রের খবর, ৪৪ খারাপ রাস্তার তালিকা পাওয়ার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন শীঘ্রই শুরু হবে রাস্তা সারাইয়ের কাজ। তিনি নিজে গোটা কাজের তত্ত্বাবধান করবেন বলেও জানিয়েছেন। বলেছেন, “পুলিশ ৪৪টা রাস্তার একটা রিপোর্ট দিয়েছে। এই রাস্তার সারাইয়ের কাজ দ্রুত শুরু হবে। কাজ হয়ে গেলে আমি নিজে নজরদারি করতে বের হব।” 

প্রসঙ্গত, প্রতিবছরই পুজোর আগে রাজ্যের নানা প্রান্তে রাস্তা সারাইয়ের একটা তৎপরতা শুরু হয়ে যায়। তার আগে বর্ষাতে বহু রাস্তাই খানাখন্দে ভর্তি হয়ে যায়। শেষ পর্যন্ত কোনওমতে জোড়াতাপ্পিই দিয়েই উতরে যায় পুজো। এবারেও বাইবাস থেকে শুরু করে কলকাতা পুরনিগমের বহু রাস্তার কঙ্কালসার দশা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। 

আবার অনেক ক্ষেত্রে অভিযোগ, খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কারণে কোথাও উঠেছে পিচের চাদর, কোথাও বা বড় গর্ত। কিন্তু, পুজোর আগে এত অল্প সময়ের মধ্যে কীভাবে এতগুলি রাস্তার পুরোপুরি সারাই হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সে কারণেই ফের জোরালো হচ্ছো জোড়াতাপ্পির তত্ত্ব। প্রতিবারই কিন্তু, এমনটাই অভিযোগ থাকে আম-আদমির। এবারও হয়তো সেরকমই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।