PM Modi: ৩ হাজার যুবক-যুবতীর সঙ্গে ৬ ঘণ্টা কাটালেন, ‘সঙ্গী’ হয়ে উঠলেন মোদী
PM Modi: যুবক-যুবতীদের সঙ্গে মধ্যাহ্নভোজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খাবার টেবিলেও যুবসমাজের সঙ্গে একাত্ম হতে দেখা যায় তাঁকে। তাঁদের সঙ্গে আলোচনায় মেতে ওঠেন।
নয়াদিল্লি: সকাল ১০টা থেকে বিকেল ৪টা। হাজার তিনেক যুবক-যুবতীর সঙ্গে ৬ ঘণ্টা কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনও তাঁদের উৎসাহ দিলেন। কখনও তাঁদের উদ্ভাবনী ক্ষমতা দেখে আপ্লুত হলেন। রবিবার জাতীয় যুব দিবসে এভাবেই যুবসমাজের মধ্যে থেকে তাঁদের ‘সঙ্গী’ হয়ে উঠলেন নমো।
এদিন স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তীতে জাতীয় যুব দিবসে নয়াদিল্লির ভারত মণ্ডপমে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। ইয়ং ইন্ডিয়া লিডারস ডায়লগ নামে ওই অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে প্রায় হাজার তিনেক যুবক-যুবতী উপস্থিত হয়েছিলেন।
তাঁদের সঙ্গেই মধ্যাহ্নভোজন করেন প্রধানমন্ত্রী। খাবার টেবিলেও যুবসমাজের সঙ্গে একাত্ম হতে দেখা যায় মোদীকে। তাঁদের সঙ্গে আলোচনায় মেতে ওঠেন। উত্তর-পূর্ব ভারতের মেয়েদের দেখা যায়, মধ্যাহ্নভোজনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে।
এই খবরটিও পড়ুন
এদিন বিভিন্ন বিষয়ের উপর যুবসমাজের ১০টি প্রেজেন্টেশন ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেইসময় প্রযুক্তি থেকে কৃষি, যুবসমাজের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁদের কথা শোনেন। নিজের ভাবনা তাঁদের সঙ্গে শেয়ারও করেন মোদী।
যুবসমাজের উদ্দেশে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা তুলে ধরেন। যুবশক্তির উপর ভর করে ভারত যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণ করবে, তা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, “আজ সারা দেশে স্বামী বিবেকানন্দকে স্মরণ করছে। শ্রদ্ধার্ঘ জানাচ্ছে। দেশের যুবসমাজের উপর অগাধ আস্থা ছিল স্বামীজির। যেকোনও সমস্যার সমাধান যুবসমাজ করতে পারে বলে তিনি বিশ্বাস করতেন। স্বামীজি যেমন আপনাদের উপর ভরসা করতেন, তেমনই ভারতের যুবসমাজকে নিয়ে তিনি যা কল্পনা করতেন, আমি সেগুলো বিশ্বাস করি। তিনি যা বলেছেন, সবকিছু আমি বিশ্বাস করি।”