Kunal Ghosh: ‘এটা কোনও জীবন সঙ্কট নয়’, কুণালের আর্জি মানল না হাইকোর্ট
Kunal Ghosh: দ্রুত শুনানির আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হন কুণাল। কিন্তু কুণাল ঘোষের বিদেশ যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটল না আপাতত।
কলকাতা: কুণাল ঘোষ সারদা মামলার অন্যতম অভিযুক্ত। জামিনে ছাড়া পেলেও বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছি বিধি-নিষেধ আছে তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে স্পেনে যাওয়ার আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হলেও অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। সিবিআই বিষয়টা বিবেচনা করার জন্য সময় চেয়ে নেয় আদালতের কাছে। কিন্তু দেরী করতে রাজি নন কুণাল। দ্রুত শুনানির আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হন তিনি। তবে সেই আর্জি মানতে নারাজ হাইকোর্ট।
বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল বৃহস্পতিবার। কুণাল ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন উপলক্ষে যখন স্পেনে যাবেন, তখন তিনিও যেতে চান সঙ্গে। জামিনের শর্ত মেনেই আদালতের অনুমতি নিতে যান তিনি। কিন্তু কুণালের বিদেশ যাত্রায় আপত্তি জানায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কেন আপত্তি? জানতে চায় আদালত। এরপরই সময় চেয়ে নেয় কেন্দ্রীয় সংস্থা। আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
এরপরই কুণাল দাবি করেন, শুনানি এগিয়ে আনা হোক। নাহলে দেরী হয়ে যাবে। আজ, শুক্রবার মামলাটি উঠলে কুণাল ঘোষের আইনজীবী জানান ৫ সেপ্টেম্বরের শুনানি হলে ভাল হয়, নাহলে ভিসা পেতে সমস্যা হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘এটা কোনও জীবন সঙ্কটের বিষয় নয়।’ ৫ সেপ্টেম্বরেই শুনানির দিন ধার্য করা হয়েছে। সুতরাং কুণাল ঘোষের বিদেশ যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটল না আপাতত।
উল্লেখ্য, বৃহস্পতিবার মামলাটি উঠলে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, কেন একজন অভিযুক্তকেই মুখ্যমন্ত্রীর টিমে রাখা হল? আর কি কেউ ছিলেন না? পরে অবশ্য বিচারপতি সিবিআই-এর কাছে জানতে চান, ৪-৫ দিনের জন্য যেতে দিতে অসুবিধা কোথায়। এরপরই সময় চেয়ে নেয় সিবিআই।