Kunal Ghosh on Partha Chatterjee: ‘এটা বলার নৈতিকতা নেই যে তিনি নির্দোষ’, পার্থকে ‘ডিফেন্ড’ করতে নারাজ কুণাল

Kunal Ghosh: কুণাল ঘোষ বলেন, "মিডিয়া তাঁকে যথেষ্ট সুযোগ দিয়েছে তাঁর বক্তব্য জানানোর। ক্যামেরা সামনে ধরেছে। তাঁকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা তো নিজেদেরই নির্দোষ বলে দাবি করছেন না। তাঁরা তো একবারও বলছেন না চক্রান্ত হয়েছে। ফলে দল যা ভাল বুঝতে তাই করবে।"

Kunal Ghosh on Partha Chatterjee: 'এটা বলার নৈতিকতা নেই যে তিনি নির্দোষ', পার্থকে 'ডিফেন্ড' করতে নারাজ কুণাল
বিস্ফোরক কুণাল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 2:26 AM

কলকাতা : অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। অর্থাৎ, ২২ জুলাই যে অভিযান চালানো হয়েছিল ডায়মন্ড সিটিতে অর্পিতার ফ্ল্যাটে, এদিনের অভিযানে সেই টাকার অঙ্ক আরও ছাপিয়ে গিয়েছে। আর তারপর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেছেন, “মিডিয়া তাঁকে যথেষ্ট সুযোগ দিয়েছে তাঁর বক্তব্য জানানোর। ক্যামেরা সামনে ধরেছে। তাঁকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা তো নিজেদেরই নির্দোষ বলে দাবি করছেন না। তাঁরা তো একবারও বলছেন না চক্রান্ত হয়েছে। ফলে দল যা ভাল বুঝতে তাই করবে।”

এরপর আরও সোজাসাপ্টা মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, “এইসব লোকদের ডিফেন্ড করে…” কথাটি অসম্পূর্ণই রেখে যান তিনি। TV9 বাংলার তরফে বিষয়টি আরও স্পষ্ট করার জন্য কুণাল বাবুর থেকে জানতে চাওয়া হয় এই সব লোকদের বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন। কুণাল ঘোষও কোনও রাখঢাক না রেখে জানান, “ইনক্লুডিং পার্থ চট্টোপাধ্যায়।” তৃণমূল মুখপাত্র বলেন, “গণতান্ত্রিক পরিবেশে তাঁর সামনে মাইক ধরা, বুম ধরা, প্রশ্ন করা… তিনি অন্য সব বিষয়ে বলতে পারছেন, কিন্তু তাঁর এটা বলার নৈতিকতা নেই যে তিনি নির্দোষ। এই বিষয়ে আমার আর কী বলার আছে। বাকি দল যা ভাল বুঝতে তাই করবে।”

এই প্রসঙ্গে অতীতে নিজের প্রসঙ্গও টেনে আনেন কুণাল ঘোষ। তাঁকে যখন গ্রেফতার করা হয়েছিল, সেই সময় তিনি যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন। সেই সময় তিনি যে বার বার নিজেকে নির্দোষ বলে দাবি করতেন, সেই কথাও উল্লেখ করেন তিনি। কুণাল ঘোষের স্পষ্ট প্রশ্ন, যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কেন নিজেকে নির্দোষ বলে উল্লেখ করছেন না। তাঁর বক্তব্য, যে ব্যক্তি নির্দোষ হবেন, তিনি তো সবার আগে সুযোগ পেয়ে বলবেন, আমি নির্দোষ। তিনি তো বলছেন না সেটা। ফলে তার দায় মুখপাত্ররা বইবেন কেন। দলের নেতৃত্ব নজর রাখছেন, তাঁরা যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন। মুখপাত্রর কাজ সেটি জানিয়ে দেওয়া।”