Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে যেতেন সৌগত রায়? দিলীপের টুইটে জল্পনা

Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে যেতেন সৌগত রায়? ৩০ কোটির বেশি উদ্ধারের পর বাড়ছে জল্পনা

Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে যেতেন সৌগত রায়? দিলীপের টুইটে জল্পনা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 12:13 AM

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) টালিগঞ্জের ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। অন্যদিকে এবার বেলঘরিয়ার(Belgharia) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটি টাকার বেশি। তা নিয়ে উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। এদিকে ইডি(ED) সূত্রে খবর, বেলঘরিয়ার এ ফ্ল্য়াটে তৃণমূল সাংসদ সৌগত রায়ের(Sougata Roy) যাতায়াত ছিল। রথতলার যে অভিজাত আবাসন থেকে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে সেখানকার বাসিন্দারা ইডিকে এ তথ্য দিয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে সিসিটিভি ফুটেজেও তৃণমূল সাংসদকে দেখতে পাওয়া গিয়েছে বলে খবর। এ প্রসঙ্গে তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। করেছেন টুইট।

TV9 বাংলায় দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, “এখন অ্যাকশন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাড়াতাড়ি শুনানি করে সাজা দিয়ে দিন। আগে তো জানা যাক অপরাধ কত বড়। আমি তো টিভিতে বসে দেখছি কোটি কোটি টাকা। সারা দেশের মানুষ দেখছে। যাঁরা পশ্চিমবঙ্গকে বলতেন, বাংলা গরিব হয়ে গিয়েছে, তাঁদের ধারণা পাল্টে দিলেন একা পার্থ বাবু। এক এক জন নেতার থেকে যদি এমন জমানো পুঁজি পাওয়া যায়, তাহলে কত টাকা এদিক ওদিক হয়েছে।” 

প্রসঙ্গত, এর আগে টালিগঞ্জে অর্পিতার ডায়মন্ড সিটির আবাসন থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা।সঙ্গে উদ্ধার হয়েছিল বেশ কিছু বৈদেশিক মুদ্রা, নথিপত্র। এবার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটির বেশি। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না ও নথিপত্র। যা নিয়েই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। এবার পার্থর পর অর্পিতার ফ্ল্যাটের সূত্র ধরে সৌগত রায়ের নাম জড়িয়ে যাওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।