Justice Abhijit Gangopadhyay: ‘এধরনের মানুষ রাজনীতিতে এলে ভাল’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা কুণালের

Kunal Ghosh: মঙ্গলবার বিচারপতির পদে ইস্তফা দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রবিবার সেকথা তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। তবে কোন রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন, এ বিষয়ে কিছুই জানাননি। কিন্তু তাঁর আগেই তাঁকে স্বাগত জানালেন কুণাল। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে দুটি পোস্ট করেছেন কুণাল।

Justice Abhijit Gangopadhyay: 'এধরনের মানুষ রাজনীতিতে এলে ভাল', বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা কুণালের
বিচারপতি গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2024 | 6:41 PM

কলকাতা: রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার কথা রবিবার দুপুরে জানিয়েছেন তিনি। এর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেবেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে। এর মধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে কুণাল লিখেছেন, “এধরনের মানুষ রাজনীতিতে এলে ভাল।”

মঙ্গলবার বিচারপতির পদে ইস্তফা দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রবিবার সেকথা তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। তবে কোন রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন, এ বিষয়ে কিছুই জানাননি। কিন্তু তাঁর আগেই তাঁকে স্বাগত জানালেন কুণাল। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে দুটি পোস্ট করেছেন কুণাল। প্রথম পোস্টে কুণাল লিখেছেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকবে। কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। নতুন ইনিংসের শুভেচ্ছা।” বিচারপতিকে রাজনৈতিক জগতে শুভেচ্ছা জানালেও তাঁর পেশাগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে, এ বিষয়টিও নিজের পোস্টে উল্লেখ করেছেন কুণাল ঘোষ। লিখেছেন, “বিশেষ করে এই পেশার কেউ রাজনীতিতে এলে, তাঁর আগের পেশাগত সিদ্ধান্তগুলি নিয়ে নিরপেক্ষতাজনিত প্রশ্ন উঠতেই পারে, সেটাও স্বাভাবিক।”

তৃণমূলের মুখপাত্র হিসাবে অতীতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ। যদিও ব্যক্তিগত ভাবে কুণাল ঘোষকে ভালবাসেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, “কুণালবাবুর সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কুণালবাবুকে মানুষ হিসাবে আমার ভাল লেগেছে।”