Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teacher Recruitment Scam: জামিন পাওয়ার ৩ মাসের মধ্যেই পুরী যেতে চাইলেন নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল, কোর্ট বলল…

Teacher Recruitment Scam: সেই শর্ত অনুযায়ী, মুক্তি পেলেও কোর্টের নির্দেশ ছাড়া এলাকা ছাড়ার অনুমতি নেই কুন্তলের। তাই জামিনের প্রায় তিন মাস পরে পুরীর জগন্নাথ ধামে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Teacher Recruitment Scam: জামিন পাওয়ার ৩ মাসের মধ্যেই পুরী যেতে চাইলেন নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল, কোর্ট বলল...
কুন্তল ঘোষ (ফাইল ফোটো)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2025 | 5:10 PM

কলকাতা: জামিনে মুক্তি পেয়েছেন আগেই। আর জামিনে মুক্তি পেতেই ঘুরতে যাওয়ার ‘আবদার’ কুন্তল ঘোষের। বিশেষ ইডি আদালত ছাড় দিলেও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে একাধিক শর্ত। জানা গিয়েছে, জামিন পাওয়ার পরই এবার পুরী জগন্নাথ ধামে পুজো দিতে যাওয়ার আবেদন করেছেন কুন্তল ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এরপর সিবিআই-ও গ্রেফতার করে অভিযুক্তকে। গ্রেফতারির পর থেকে একাধিকবার জামিনের আবেদন জানান কুন্তল। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর কলকাতা হাইকোর্টে তাঁকে ইডি-র মামলায় জামিন দেওয়া হয়। তারপর সুপ্রিম কোর্ট সিবিআই-এর মামলায় জামিন দেয়। কিন্তু কোর্টের তরফে দেওয়া হয়েছিল একাধিক শর্ত।

সেই শর্ত অনুযায়ী, মুক্তি পেলেও কোর্টের নির্দেশ ছাড়া এলাকা ছাড়ার অনুমতি নেই কুন্তলের। তাই জামিনের প্রায় তিন মাস পরে পুরীর জগন্নাথ ধামে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এক্ষেত্রে আদালত অনুমতি দিলেও শর্তও চাপিয়েছে। তার মধ্যে অন্যতম হল, পুরীতে থাকার সময় প্রত্যেক ২৪ ঘণ্টা অন্তর তদন্তকারী অফিসারকে নিজের অবস্থান জানাতে হবে।