Latest Weather Update: দক্ষিণ দুয়ারে অবশেষে ‘সংযমী’ বর্ষা, তবে খুলে খেলার আশা নেই
Weather Update: দক্ষিণবঙ্গবাসীকে অপেক্ষা করিয়ে করিয়ে শেষে দেখা দিলেন 'তিনি'। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ঘোষণা মৌসম ভবনের। যদিও কিছু কিছু জেলায় বর্ষার প্রবেশ এখনও বাকি। গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও তিন-চার দিন সময় লাগবে।
কলকাতা: চাতক অপেক্ষার দিন শেষ। অবশেষে ‘তিনি’ আসলেন। দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। নির্ধারিত সময়ের ১১ দিন পর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন হল দক্ষিণবঙ্গে। সাধারণভাবে ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। এবার দক্ষিণবঙ্গবাসীকে অপেক্ষা করিয়ে করিয়ে শেষে দেখা দিলেন ‘তিনি’। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ঘোষণা মৌসম ভবনের। যদিও কিছু কিছু জেলায় বর্ষার প্রবেশ এখনও বাকি। গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও তিন-চার দিন সময় লাগবে। এদিকে বর্ষা প্রবেশ করলেও, এখনই ভারী বর্ষণের আশা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণের কোন কোন জেলায় বর্ষা ঢুকল? মৌসম ভবনের লেটেস্ট আপডেট বলছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বর্ষা প্রবেশ করেছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূমের কিছু অংশেও বর্ষা ঢুকে গিয়েছে। আবহাওয়াবিদদের অনুমান, আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বর্ষা পৌঁছে যাবে।
উল্লেখ্য, উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে গিয়েছিল। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়ার কারণে অনেকদিন ধরেই থমকে ছিল বর্ষার প্রবেশ। সাধারণত ৭ জুন উত্তরবঙ্গে বর্ষা ঢোকে। তবে উত্তরবঙ্গে ৩১ মে ঢুকে গিয়েছিল মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা সাধারণত প্রবেশ করে ১০ জুন। ১১ জুনের মধ্যে কলকাতায় ঢুকে যায় বর্ষা এবং ১৫ জুনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র পৌঁছে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তবে এবার অনেকটা দেরি করে নির্ধারিত সময়ের ১১ দিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। কলকাতা ও শহরতলি, দুই উপকূলীয় জেলায় মৌসুমি বায়ু ঢেকে গেলেও, কিছু কিছু জেলায় এখনও বর্ষা ঢোকা বাকি রয়েছে।