CID West Bengal: সিআইডির বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি বিচারপতি সিনহার স্বামীর, নালিশ মোদী-মমতার কাছেও
CID: সিআইডির বিরুদ্ধে নালিশ জানিয়ে এই চিঠি লিখেছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে। আইনজীবীর বক্তব্য, এই তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল। সেখানেই সিআইডির বিরুদ্ধে মানসিক নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি সিআইডির বিরুদ্ধে।
কলকাতা: এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে। চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের কাছেও। সিআইডির বিরুদ্ধে নালিশ জানিয়ে এই চিঠি লিখেছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে। আইনজীবীর বক্তব্য, এই তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল। সেখানেই সিআইডির বিরুদ্ধে মানসিক নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি সিআইডির বিরুদ্ধে।
#WatchNow: তদন্তের নামে তাঁর স্ত্রীর নামে সাজানো বয়ান দিতে চাপ দিচ্ছে সিআইডি, বিস্ফোরক অভিযোগ বিচারপতি অমৃতা সিনহার স্বামীরা।
WATCH LIVE: https://t.co/Z9cGg0jLNU#JusticeAmritaSinha | #CID pic.twitter.com/tZwj6ZCL5D
— TV9 Bangla (@Tv9_Bangla) December 20, 2023
প্রসঙ্গত, এর আগেও সিআইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কাছে পাঠানো চিঠিতে ছত্রে ছত্রে সিআইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর উদ্দেশে কুকথা বলার পাশাপাশি, মানসিক অত্যাচার চালানো হয়েছে বলেও অভিযোগ আইনজীবীর। শুধু তাই নয়, সেখানে তাঁকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছে বলেও অভিযোগ বিচারপতির স্বামীর। আইনজীবী প্রতাপচন্দ্র দে’র অভিযোগ, তাঁকে মোটা অঙ্কের টাকা, দামী গাড়ি, বাড়ি-সহ আরও বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছিল।
আইনজীবী প্রতাপচন্দ্রের বক্তব্য, আদালতের কাজকর্ম শেষ করে তিনি দুপুর ২টো নাগাদ গিয়েছিলেন সিআইডি অফিসে। এরপর রাত ১১টা পর্যন্ত সেখানে তাঁর উপর কার্যত ‘অত্যাচার’ চলেছে বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদের সময় দীর্ঘক্ষণ তাঁকে খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন আইনজীবী। এমনকী তাঁর ওষুধ খাওয়ার কথা জানানোর পরও সে বিষয়ে কোনও গুরুত্বই দেওয়া হয়নি বলে চিঠিতে নালিশ জানিয়েছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে।