Left Front: শীতে শূন্য থেকে ‘মাইনাসে’! ৬ আসনেই জামানত জব্দ বামেদের
Left Front: শুধু বামেরাই নয়। হাড়োয়াতে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির। বামেদের পাশাপাশি একই হাল কংগ্রেসের। ছ’টি আসনেই জামানয় বাজেয়াপ্ত হয়েছে বলে দেখা যাচ্ছে। মেদিনীপুরে তো কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ পেয়েছেন ৩ হাজার ৬৩৩ ভোট।
কলকাতা: দ্রোহকালের ‘সুফল’ ঘরে তুলতে ব্যর্থ বামেরা। উপনির্বাচনে ৬ আসনেই জামানত জব্দ বামেদের। শুধুমাত্র হাড়োয়াতে কিছুটা হলেও মান রক্ষা করতে পেরেছে জোটসঙ্গী আইএসএফ। আইএসএফের ঝুলিতে গিয়েছে ১২ শতাংশ ভোট। তবে তৃণমূলের রবিউল ইসলামের কাছে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি হেরেছেন ১ লক্ষ ৩১ হাজার ২৮৪ ভোটে। পিয়ারুল পেয়েছেন ২৫,৬৭৩ ভোট।
অন্যদিকে নৈহাটিতে সিপিআইএমএল-র সঙ্গে জোট করে লড়েছিল বামফ্রন্ট। সেখানেও মুখে থুবড়ে পড়েছে বামেরা। নকশাল-সিপিএমের জোটে বিশেষ সাড়া দেয়নি জনতা। CPIML প্রার্থী দেবজ্যোতি মজুমদার পেয়েছেন ৭ হাজার ৫৭৫ ভোট। অন্যদিকে মাদারিহাটে লড়েছে আরএসপি। প্রাপ্ত ভোটের নিরিখে তাঁরা আবার নির্দলেরও পিছনে।
একই ছবি সিতাইয়ের ক্ষেত্রেও। সেখানে লড়েছিল ফরওয়ার্ড ব্লক। তাঁরা রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে তালডাংড়ায় সিপিআইএমের প্রাপ্ত ভোট ১৯৪৩০। রয়েছে চতুর্থ স্থানে। মেদিনীপুরে উপনির্বাচনে বাম শিবির থেকে লড়েছে সিপিআই। লড়েছেন সিপিআই প্রার্থী মনিকুন্তল খামরুই। তিনি পেয়েছেন ১১ হাজার ৩৯। প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় স্থানে। আগে বিজেপি, পরে কংগ্রেস। এক নম্বরে তৃণমূল।
জমানত জব্দ কংগ্রেসের
শুধু বামেরাই নয়। হাড়োয়াতে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপিরও। বামেদের পাশাপাশি একই হাল কংগ্রেসের। ছ’টি আসনেই জামানয় বাজেয়াপ্ত হয়েছে বলে দেখা যাচ্ছে। মেদিনীপুরে তো কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ পেয়েছেন ৩ হাজার ৬৩৩ ভোট। হাড়োয়াতে কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরী পেয়েছেন মাত্র ৩,৭৬২ ভোট।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)