CPM-ISF: ১৪ খানা আসন চেয়ে বসলেন নওশাদরা, কী বলছে সিপিএম?
Lok Sabha Election 2024:বাম শিবির সূত্রে খবর, প্রথম আলোচনায় আইএসএফ দাবি করেছে ১৪ টি আসন। তার মধ্যে রয়েছে বারাসত, বসিরহাট, উলুবেড়িয়া, জয়নগর সহ একাধিক লোকসভা কেন্দ্র। মূলত সংখ্যালঘু অধ্যুসিত এবং পঞ্চায়েত ভোটে যে সকল এলাকায় আইএসএফ ভাল ফল করেছে সেই সকল কেন্দ্রগুলিতে আসন দিতে চেয়েছিল আইএসএফ।
কলকাতা: দামামা বেজে গিয়েছে লোকসভা ভোটের। আগেই ২০ আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। এরপর রবিবার ব্রিগেডের সভা থেকে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তবে এখনও বাকি রয়েছে সিপিএম-কংগ্রেস ও আইএসএফ-এর প্রার্থী তালিকা। সূত্রের খবর, আসন নিয়ে আইএসএফ-এর সঙ্গে আলোচনায় বসেছে সিপিএম। তবে আসন নিয়ে রফা হয়নি বলে খবর। বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি।
বাম শিবির সূত্রে খবর, প্রথম আলোচনায় আইএসএফ দাবি করেছে ১৪ টি আসন। তার মধ্যে রয়েছে বারাসত, বসিরহাট, উলুবেড়িয়া, জয়নগর সহ একাধিক লোকসভা কেন্দ্র। মূলত সংখ্যালঘু অধ্যুসিত এবং পঞ্চায়েত ভোটে যে সকল এলাকায় আইএসএফ ভাল ফল করেছে সেই সকল কেন্দ্রগুলিতে আসন দিতে চেয়েছিল আইএসএফ। তবে সূত্রের খবর, সিপিএম-এর দাবি এত গুলো আসন ছেড়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কারণ ওই ১৪ টি আসনের মধ্যে বেশিরভাগ আসন বাম শরিকদের হাতে। ফলে তাদের সঙ্গে কথা বলে কতটা কী করা যাবে তা নিয়ে কার্যত সন্দিহান বাম শিবির।
উল্লেখ্য, লোকসভা ভোটের আসন রফা নিয়ে দু’দিন আগে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর সঙ্গে আলোচনা করে আইএসএফ। সেখানেই আইএসএফকে তাদের আসন চাহিদা কমাতে অনুরোধ করে বাম নেতৃত্ব বলে সূত্রের খবর। তবে আলোচনা পর্ব এখনও শেষ হয়নি।