Madan Mitra: CBI লিখে দিয়ে গেছে তারা কিছু পায়নি: ৫ ঘণ্টা তল্লাশির পর জানালেন মদনের আইনজীবী
CBI Raids on Madan Mitra House: এ দিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্রের আইনজীবী বলেন, "জিজ্ঞাসাবাদ কিছুই করা হয়নি। সিবিআই সিজার মেমোতে লিখে দিয়ে গিয়েছে, কোনও নথিপত্র পাওয়া যায়নি। মদন মিত্র সম্পূর্ণ সহযোগিতা করেছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলা আরসি ১০ এ তল্লাশি হয়েছে।"
ভবানীপুর: প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার অভিযানের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রর ভবানীপুরের বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি। কামারহাটি পুরসভার দুর্নীতির তদন্তে এ দিন মদনের বাড়িতে হানা দেন তাঁরা। গোয়েন্দা আধিকারিকদের বেরিয়ে যাওয়ার পর তৃণমূল বিধায়কের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য মদন মিত্রর সঙ্গে দেখা করতে যান। তাঁর দাবি, সিবিআই সাড়ে পাঁচ ঘণ্টা ধরে মদন মিত্রকে কোনও জিজ্ঞাসাবাদ করেনি। সারা বাড়িজুড়ে শুধু তল্লাশি চালানো হয়েছে। আর তল্লাশিতে গোয়েন্দারা কিছু পাননি। শুধু তাই নয়, কেন্দ্রীয় আধিকারিকরা লিখে দিয়ে গিয়েছেন কিছু পাননি।
এ দিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্রের আইনজীবী বলেন, “জিজ্ঞাসাবাদ কিছুই করা হয়নি। সিবিআই সিজার মেমোতে লিখে দিয়ে গিয়েছে, কোনও নথিপত্র পাওয়া যায়নি। মদন মিত্র সম্পূর্ণ সহযোগিতা করেছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলা আরসি ১০ এ তল্লাশি হয়েছে।”
সূত্রের খবর, এ দিন তল্লাশির সময়ে প্রথমেই তৃণমূল বিধায়কের ফোন দখলে নেন গোয়েন্দারা। যাতে তিনি কোনও রকম ফোন করতে না পারেন। তবে শুধু ভবানীপুর নয়, এ দিন মদন মিত্রের দক্ষিণেশ্বরের ফ্ল্যাটেও হানা দেয় সিবিআই। চালানো হয় তল্লাশি। বিধায়কের কার্যালয়ে তল্লাশি করে নথি সংগ্রহ করা হয়।