Madhyamik Exam: হাতে হাইটেক প্রযুক্তি, সোশ্যাল ‘পাড়ায়’ গ্রুপ, প্রশ্ন ফাঁসে কীভাবে কাজ করছে ‘দুষ্টু গ্যাং’?

Madhyamik question Paper leak: এ দিন ইংরাজি প্রশ্ন পত্র ভাইরাল করার অভিযোগে মালদহের এগারো জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ। সঙ্গে পর্ষদ সভাপতি এও জানান, কীভাবে কাজ করছে এই 'দুষ্টু গ্যাং'। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া গ্রুপের যে অ্যাডমিন সে নিজেও একজন পরীক্ষার্থী।

Madhyamik Exam: হাতে হাইটেক প্রযুক্তি, সোশ্যাল 'পাড়ায়' গ্রুপ, প্রশ্ন ফাঁসে কীভাবে কাজ করছে 'দুষ্টু গ্যাং'?
কীভাবে কাজ করছে?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 7:50 PM

কলকাতা: বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মাধ্যমিকের প্রশ্ন পত্র। শুক্রবার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতে দেখা যায় বাংলার প্রশ্নকে। শনিবারও একই ঘটনা। আর যে সকল পরীক্ষার্থী এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, প্রশ্ন বের করতে সোশ্যাল মিডিয়া গ্রুপের ব্যবহার করা হচ্ছে। আর যে গ্রুপের সদস্য সংখ্যার একশো জনেরও বেশি।

এ দিন ইংরাজি প্রশ্ন পত্র ভাইরাল করার অভিযোগে মালদহের এগারো জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ। তবে কীভাবে কাজ করছে এই ‘দুষ্টু গ্যাং’ ? জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া গ্রুপের যে অ্যাডমিন সে নিজেও একজন পরীক্ষার্থী। লুকিয়ে-লুকিয়ে প্রশ্ন পাঠিয়ে দিলেই কোচিং সেন্টার থেকে চলে আসছে উত্তর। পর্ষদের হাতে এসেছে সোশ্যাল মিডিয়া গ্রুপের যাবতীয় তথ্য।

রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “এই পরীক্ষাকে বিঘ্নিত করতে চাইছে কেউ-কেউ। আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠভাবে পরীক্ষা হয়। বোর্ডকে বিপদে ফেলার জন্য এটা করা হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে এরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পরীক্ষাকে বিঘ্নিত করার জন্য করছেন। এটা শুধুমাত্র কয়েকজন দুষ্টু ছেলে করছে তা নয়, এটা একটা চক্রান্ত।”

উল্লেখ্য, শনিবার পরীক্ষা শুরুর পর সামাজিক মাধ্যেমে ঘোরাঘুরি করতে দেখা ইংরেজির প্রশ্ন পত্র। কিউ আর (QR) কোডে লাল রং লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় ইংরাজির প্রশ্ন।