West Bengal Assembly: পুজোর আগে হতে পারে বিধানসভার অধিবেশন, সতীর্থদের ‘বিশেষ পাঠ’ দিলেন মমতা

Mamata Banerjee: মন্ত্রীরা যেন ঠিকঠাক করে প্রশ্নের উত্তর দেন, তার দিকে নজর দেওয়ার জন্য সতীর্থদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

West Bengal Assembly: পুজোর আগে হতে পারে বিধানসভার অধিবেশন, সতীর্থদের 'বিশেষ পাঠ' দিলেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 11:38 PM

কলকাতা : পুজোর আগে স্বল্প সময়ের জন্য বসতে চলেছে বিধানসভার অধিবেশন। সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে। ওই সময়ে বেশ কয়েকটি বিল আনা হতে পারে বিধানসভায়। আর তার আগে এদিন রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক ছিল। সূত্রের খবর, সেখানেও অধিবেশন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বিধানসভায় সরকার পক্ষের উপস্থিতি যাতে ঠিকঠাক থাকে, তা দেখতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীরা যেন ঠিকঠাক করে প্রশ্নের উত্তর দেন, তার দিকে নজর দেওয়ার জন্য সতীর্থদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিধানসভায় বিরোধীরা সরকারকে নাস্তানাবুদ করতে সচেষ্ট হবে, সে কথা বিলক্ষণ জানেন মমতা। সেই কারণেই এদিনের ক্যাবিনেট বৈঠকেও মন্ত্রীদের বিধানসভার অধিবেশনে কী করণীয়, তা বুঝিয়ে দেন মমতা বলেই মত রাজ্য রাজনীতির কারবারিদের একাংশের। যদিও বিলের উপরে ভোটাভুটিতে সংখ্যাতত্ত্বের নিরিখে শাসক পক্ষই যে এগিয়ে থাকবে তা নিয়ে সংশয় নেই, কিন্তু বিধানসভায় বিরোধীদের সঙ্গে সংখ্যার যে ব্যবধান রয়েছে, তা তুলে ধরাও বঙ্গ রাজনীতির বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের কাছে জরুরি। অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই কারণে, বিধানসভার অধিবেশন চলাকালীন দলীয় বিধায়কদের হাজিরা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে শাসক শিবিরের।

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ট্রেজারি বেঞ্চ ফাঁকা থাকতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী যেদিন আসেন অধিবেশনে, সেই সময় শাসক পক্ষের বিধায়কদের উপস্থিতি ঠিকঠাক থাকলেও, অন্য সময় ট্রেজারি বেঞ্চে উপস্থিতির করুণ চেহারাও দেখা যায় বলে মত রাজ্য রাজনীতির কারবারিদের একাংশের। এমন পরিস্থিতিতে মুখ ক্যাবিনেট বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, আসন্ন বিধানসভা অধিবেশনে স্টাফ সিলেকশন সংক্রান্ত একটি বিল আসতে পারে। এর পাশাপাশি শিক্ষা দফতরেরও একটি বিল আসতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ভক্তমনে উত্তেজনা, দেবের কেরামতিতে খুশি ভক্তরা
ভক্তমনে উত্তেজনা, দেবের কেরামতিতে খুশি ভক্তরা
দেশের প্রথম রিইউজেবল হাইব্রিড রকেটের সফল পরীক্ষা তামিলনাড়ুর
দেশের প্রথম রিইউজেবল হাইব্রিড রকেটের সফল পরীক্ষা তামিলনাড়ুর