Mamata Banerjee injured in Nandigram: মমতা সুস্থ হয়ে উঠুন, না হলে আমরা কার বিরুদ্ধে লড়ব: দিলীপ

দিলীপের দাবি, "নন্দীগ্রাম (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তো হারবেন বটেই। গোটা রাজ্যে তৃণমূলও (TMC) হারবে।"

Mamata Banerjee injured in Nandigram: মমতা সুস্থ হয়ে উঠুন, না হলে আমরা কার বিরুদ্ধে লড়ব: দিলীপ
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 2:13 AM

কলকাতা: কিছুটা কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুস্থতা কামনা করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, “নন্দীগ্রাম (Nandigram) মুখ্যমন্ত্রী তো হারবেন বটেই। গোটা রাজ্যে তৃণমূলও (TMC) হারবে।” যদিও শেষে কিছুটা নরম গলায় দিলীপ বলেন, “আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। না হলে আমরা কার বিরুদ্ধে লড়ব?”

বৃহস্পতিবার বিজেপির হেস্টিংসের দফতরে রাজ্য নেতাদের সঙ্গে নির্বাচনের (West Bengal Assembly Election 2021) প্রস্তুতি নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসেন দিলীপ ঘোষ। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর আক্রান্ত হওয়ার বিষয়ে পালটা আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। বলেন, “হারার ভয়ে আবোল তাবোল বলছে তৃণমূল।” দিলীপের প্রশ্ন, “(ওনাকে) কে প্ররোচিত করল? চার-পাঁচজন আমায় ফেলে দিল, আমার চোট লাগল, বুকে ব্যথা হচ্ছে, এসব কথা কে বলেছে (তীর্যক ভঙ্গিতে)? রাস্তায় নেমে বিজেপি ও নির্বাচন কমিশনকে কে গালাগালি করেছে?”

মুখ্যমন্ত্রী হারার ভয়েই এসব করছেন বলে দাবি করেছেন দিলীপ। তিনি বলেন, “হারার ভয়ে সকাল থেকে বিকেল আবোল তাবোল বলে চলেছেন। কার বিরুদ্ধে কী বলছেন তার ঠিক নেই। ভাইরা উত্তর দিতে পারছে না। আসলে উনি বুঝতে পেরে গিয়েছেন নন্দীগ্রামে হারছেন, সারা পশ্চিমবঙ্গে হারছেন। নন্দীগ্রাম থেকে ফেরার কোনও রাস্তা ছিল না, তাই নাটক করেছেন।”

আরও পড়ুন: পায়ে ব্যান্ডেজ বেঁধেই ব্যাক টু ব্যাক প্রচার, আগামি পরশু থেকে জেলা সফরে মমতা

গতকালকের মতো আজকেও দিলীপ বলেন, “এই নিয়ে আমি সিবিআই তদন্ত চাই। আমরা তো চাইছি। তৃণমূল চেয়ে দেখাক। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে মাঠে নামুন। আমরা না হলে কার বিরুদ্ধে লড়ব?” অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, আগামিকাল এসএসকেএম থেকে ছুটি দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীকে। তাঁর শারীরিক অবস্থা বর্তমান স্থিতিশীল। সিটি স্ক্যান ও এমআরআই করা হয়েছে। পায়ের পাতায় চিড় ধরেছে তাঁর। তবে ১৩ মার্চ থেকেই তিনি ফের জেলা সফরে বেরিয়ে পড়বেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিদিকে দেখতে যাবেন দাদা