CM Mamata Banerjee : ‘ভাল করে পরীক্ষা দিও’, আচমকা পরীক্ষাকেন্দ্রে মমতা; কথা বললেন পড়ুয়া-অভিভাবকদের সঙ্গে
CM Mamata Banerjee : এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে আগামী ৪ মার্চ।
কলকাতা : চলছে মাধ্যমিক (Madhyamik Exam)। দুরুদুর বুকে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। তাঁদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে গোটা রাজ্যেই নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এমনকী কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা সতর্ক রয়েছে পুলিশ। প্রশ্ন ফাঁস রুখতে, টোকাটুকি রুখতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে এবার সরাসরি পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। ভবানীপুর গার্লস হাইস্কুলে গিয়ে নিজেই কথা বললেন পড়ুয়াদের সঙ্গে। মমতাকে কাছে পেয়ে দু একজন পড়ুয়া ছুটে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন।
এদিকে সেই সময় পরীক্ষাকেন্দ্রে বহু অভিভাবকই তাঁদের বাড়ির ছেলেমেয়েদের পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন। সূত্রের খবর, এদিন তাঁদের সঙ্গে কথা বলেন মমতা। খোঁজখবর নেন পড়াশোনার ব্যাপারে। ঠিকমতো পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছে কিনা, প্রশ্নপত্র কেমন হচ্ছে এসব বিষয়েও জানতে চান তিনি। এমনকী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসার পথে কোনও পড়ুয়া যানজটে পড়ছে কিনা, জলের ব্যবস্থা ঠিক মতো আছে কি না এ সব বিষয়ে খোঁজখবর করতে বলেন স্থানীয় কাউন্সিলরকে। তাঁকে দেখে কথা বলতে এগিয়ে আসেন অনেক পড়ুয়াও। তাঁদের কাছে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সুবিধা-অসুবিধার কথা জানতে চান। পরীক্ষা কেমন হচ্ছে, কোনও সমস্যা হচ্ছে কি কিনা সবই জানতে চান। শেষে দেন শুভেচ্ছাবার্তাও। সকলকে কাছে ডেকে মমতাকে বলতে শোনা যায়, “ভাল করে পরীক্ষা দিও।” প্রায় ১২ মিনিট মতো এদিন স্কুলে ছিলেন মমতা। তারপর সেখান থেকে বেরিয়ে যান তিনি।
এদিকে এদিন আচমকা মমতার আগমনে খুশি অভিভাবকরা, খুশি স্কুল কর্তৃপক্ষ। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় ৪ লক্ষ কম। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে আগামী ৪ মার্চ।