CM Mamata Banerjee: নিজ়ামে অভিষেক, ‘লং লিভ’ টুইট মমতার

CM Mamata Banerjee: ক্ষমতায় থাকার একযুগ পূর্তির দিনই ঘটনাচক্রে নানা অভিযোগে নাস্তানাবুদ তৃণমূল সরকার এবং এই ২০ মে নিজ়াম প্য়ালেস শিক্ষক নিয়োগ দুর্নীতির সম্পর্কিত সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee: নিজ়ামে অভিষেক, ‘লং লিভ’ টুইট মমতার
বর্ষপূর্তিতে টুইট মমতার
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 2:39 PM

কলকাতা: সালটা ২০১১। দিনটা ২০ মে। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে জনতার দরবারে মুখ্যমন্ত্রীত্বের শপথ গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই শুরু। সেই থেকে মমতাই ক্ষমতা। ২০১৬, ২০২১ পরের দুই বিধানসভায় লাগাতার উঠেছে ঘাসফুল ঝড়। শনিবার তৃণমূল সরকারের ১২ বছরের পূর্তি উপলক্ষে টুইট করলেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। লিখলেন ‘লং লিভ ২০ মে।’ কিন্তু, সমাপতন বোধহয় একেই বলে। ক্ষমতায় থাকার একযুগ পূর্তির দিনই ঘটনাচক্রে নানা অভিযোগে নাস্তানাবুদ তৃণমূল সরকার এবং এই ২০ মে নিজ়াম প্য়ালেস শিক্ষক নিয়োগ দুর্নীতির সম্পর্কিত সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক তথা মমতার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। 

প্রসঙ্গত, এদিনের টুইটে শুরু থেকেই বামেদের নাম না করে সেলিমদের এক হাত নিতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। নাম না করে খোঁচা বিজেপিকেও। চাঁচাছোলা ভাষায় লিখলেন, ‘২০১১ সালের এই দিনই ৩৪ বছরের দানবরাজের অবসান হয়েছিল। ওদের সরিয়ে বাংলার মসনদে বসেছিলাম আমরা। তৈরি হয়েছিল মা-মাটি-মানুষের সরকার। জনগণের কাজে নিজেদের উৎসর্গ করার জন্য আজ ফের একবার অঙ্গীকার করছি আমরা। কেন্দ্রের স্বৈরাচারী সরকার ও তাঁদের এজেন্সি রাজ রোজই আমাদের কাজটাকে কঠিন করে দিচ্ছে। তবুও দেশের লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে আছে। লং লিভ ২০ মে।’ 

প্রসঙ্গত, ২০১১ সালের ক্ষমতা দখলের পর থেকে কখনও নারদা মামলা তো কখনও সারদা মামলা, বারবার বিদ্ধ হতে হয়েছে তৃণমূলকে। বর্তমানে, আরও অস্বস্তি বাড়িয়েছে নিয়োগ কেলেঙ্কারি থেকে গরু পাচার, কয়লা কেলেঙ্কারি। জেলে ঠাঁই হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো তাবড় তাবড় নেতাদের। ডাক পড়েছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের। তবে অভিষেককে ডেকে পাঠাতেই সুর চড়াতে দেখা গিয়েছিল মমতাকে। তাঁকে বলতে শোনা যায়, আগামীদিনে অভিষেক না পারলে, তিনি নিজে সব সভায় যাবেন। অভিষেকের উদ্দেশ্যে মমতার স্পষ্ট বার্তা ” চিন্তা করিস না, তুই চলে আয়, আমি মিটিং করব”।