Doctors Protest: উৎসবের আবহে আন্দোলন আরও তীব্র, ‘অনশনে’ সব মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

Doctors Protest: শুধুমাত্র অনশন মঞ্চেই নয়, আন্দোলনেও পা মেলাবেন সিনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার, দুর্গা পূজার পঞ্চমীতে জোড়া কর্মসূচি আন্দোলনরত চিকিৎসকদের। পাশাপাশি গণ ইস্তফার কথাও ভাবছেন চিকিৎসকেরা।

Doctors Protest: উৎসবের আবহে আন্দোলন আরও তীব্র, 'অনশনে' সব মেডিক্যাল কলেজের পড়ুয়ারা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2024 | 9:08 AM

কলকাতা: রাজ্য জুড়ে দুর্গাপূজার আবহ। প্যান্ডেলে প্যান্ডেলে পৌঁছে গিয়েছে প্রতিমা। জ্বলে উঠেছে আলো। কিন্তু উৎসবের আবহে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন চিকিৎসকেরা। প্রায় ৬০ ঘণ্টা অতিক্রান্ত, ধর্মতলায় অনশন চালাচছেন জুনিয়র ডাক্তাররা। এবার সেই অনশনে যোগ দিলেন সিনিয়র চিকিৎসকরাও। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশনে যোগ দিচ্ছেন সব মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।

আরজি কর, এন‌আর‌এস, সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের একাংশ ১২ ঘণ্টার অনশনে বসছেন। ১২ ঘণ্টার প্রতীকী অনশনে থাকছেন জেপিডি’র সিনিয়র চিকিৎসকেরা। সকালে তাঁরা পৌঁছে গিয়েছেন ধর্মতলার মঞ্চে। সূত্রের খবর, সরকারের ওপর চাপ বাড়াতে প্রতীকী অনশনের পাশাপাশি গণ ইস্তফার‌ কথাও ভাবছেন চিকিৎসকেরা। সকাল ১১টায় গণ ইস্তফা নিয়ে বৈঠক ডেকেছেন আরজি করের বিভাগীয় চিকিৎসকেরা।

এদিকে, অনশনের পাশাপাশি এদিন মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। জুনিয়রদের দাবির সমর্থনে দুপুরে মিছিল করবেন এস‌এসকেএম-এর সিনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টেয় শুরু হবে সেই মিছিল। চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সেই মিছিলে পা মেলানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে, যেদিন থেকে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তররা, সেই দিন থেকেই পুলিশের বিরুদ্ধে বারবার অসহযোগিতার অভিযোগ উঠেছে। কখনও বায়ো টয়লেট ঢুকতে না দেওয়ার অভিযোগ, কখনও আবার ডেকরের্টসকে আটকানোর অভিযোগ উঠেছে। সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বউবাজার। অনশন মঞ্চে যাওয়া ছ’টি খাট, ছ’টি চেয়ার বাজেয়াপ্ত করে বউবাজার থানার পুলিশ।