Maoist in West Bengal: নাকাশিপাড়া থেকে সোদপুর, মাওবাদী সংগঠন নিয়ে বাংলা থেকে রিপোর্ট গেল স্বরাষ্ট্র মন্ত্রকে

Maoist in West Bengal: গত এপ্রিল মাসে নদিয়ার নাকাশিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রদীপ মণ্ডল ওরফে 'ডাক্তার'কে। প্রদীপ মাওবাদী সংগঠনের মিলিটারি কমিশনের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড ও জঙ্গলমহল এলাকায় কাজ করে এসেছেন তিনি।

Maoist in West Bengal: নাকাশিপাড়া থেকে সোদপুর, মাওবাদী সংগঠন নিয়ে বাংলা থেকে রিপোর্ট গেল স্বরাষ্ট্র মন্ত্রকে
প্রতীকী ছবিImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 2:11 PM

কলকাতা: সবার অলক্ষ্যে রাজ্য জুড়ে বিস্তার বাড়াচ্ছে সিপিআই-মাওবাদী সংগঠন। ধানতলা, নাকাশিপাড়া থেকে সোদপুর, খড়দহ পর্যন্ত ছড়িয়ে পড়েছে সেই সংগঠনের আঁচ। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু যুবকদের নিয়ে সেই সংগঠনের জোর বাড়ানো হচ্ছে, এমনই রিপোর্টই গেল দিল্লিতে। একাধিক গোয়েন্দা সংস্থা এই বিষয়ে রিপোর্ট পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। আগামিদিনে এই এই প্রভাব বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি বিপজ্জনকভাবে হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। সম্প্রতি নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে পর পর কয়েকজনকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করার পরই এই আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা।

গত এপ্রিল মাসে নদিয়ার নাকাশিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রদীপ মণ্ডল ওরফে ‘ডাক্তার’কে। প্রদীপ মাওবাদী সংগঠনের মিলিটারি কমিশনের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড ও জঙ্গলমহল এলাকায় কাজ করে এসেছেন তিনি। প্রদীপ গ্রেফতার হওয়ার পর প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদহের বিস্তীর্ণ এলাকায় সক্রিয়ভাবে সংগঠন বাড়াচ্ছে সিপিআই মাওবাদী।

সম্প্রতি গত মাসের ১৮ তারিখ মুর্শিদাবাদে আহিরণ ঘাট এলাকা থেকে মন্টু মল্লিক ওরফে রবি এবং নদিয়ার ধানতলা এলাকার বাসিন্দা ২৭ বছরের প্রতীক ভৌমিককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। সন্দেহভাজন মাওবাদী হিসেবে গ্রেফতার করা হয় তাঁদের। এদের মধ্যে প্রতীক বিধান নগর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক। গোয়েন্দারা জানতে পারেন, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই প্রথম তিনি যোগ দেন আরএসএফ নামে এক ছাত্র সংগঠনের সঙ্গে।

আরএসএফ বা রেভোল্যুশনারি স্টুডেন্ট ফ্রন্ট মাওবাদীদেরই একটি ছাত্র সংগঠন দাবি গোয়েন্দাদের। ২০২০ সালে শ্রমিক কৃষক একতা মঞ্চ নামে আরও একটি সংগঠনে যোগ দেন প্রতীক। সূত্রের খবর, গোয়েন্দাদের জেরায় প্রতীক জানিয়েছেন ২০১৮ সাল থেকে বিভিন্ন কলেজের ক্যাম্পাসে তাঁরা সক্রিয়ভাবে আরএসএফ সংগঠন করেছেন। শুধু তাই নয়, ২০২০ সালে অর্থাৎ কোভিডের সময় একাধিক গণসংগঠনের ‘জয়েন্ট প্লাটফর্ম’কে সামনে রেখে নদিয়া এবং মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় সক্রিয়ভাবে সংগঠন বিস্তার লাভ করেছে বলেও দাবি করেছেন তিনি।

গোয়েন্দাদের দাবি, শাসক দলের দুর্নীতি, ত্রাণ দুর্নীতির মতো ইস্যুকে সামনে রেখে এই সংগঠন বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে শ্রমিক কৃষক একতা মঞ্চকে সামনে রেখে সংগঠন বিস্তার করেছে ও পরে কেন্দ্রীয় কমিটির নেতা কিশোর সব্যসাচী গোস্বামী বা বাবুদার নেতৃত্বে এই গোটা সংগঠনিক প্রক্রিয়া চলছে বলে দাবি গোয়েন্দাদের। রিপোর্ট অনুযায়ী, ধানতলা, নাকাশিপাড়া, ভীমপুর, নওয়াদা, ফরাক্কা ছাড়াও বীরভূমের বেশ কিছু এলাকাতেও সাংগঠনিক প্রভাব বিস্তারের কাজ চলছে। দফায় দফায় বৈঠক হচ্ছে আগরপাড়া, সোদপুর, খড়দহ, কাঁচরাপাড়া, নৈহাটি এই সমস্ত এলাকাতেও।