Newtown: ন্যাড়া হয়ে যাচ্ছে নিউটাউন! রাস্তায় পড়ে একের পর এক গাছ, ফুঁসছেন বাসিন্দারা

Newtown Tree Cutting: জানা গিয়েছে, নিউটাউনের কদমপুকুরে দীর্ঘদিনের একটি পুরনো বটগাছ কাটার দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপরে। ঠিক তেমনি ভাবে সৌন্দর্যায়নের জন্য নিউটাউন বিশ্ব বাংলা সরণি ডিভাইডারের ওপর লাগানো গাছগুলিকেও কেটে ফেলা হয়েছে।

Newtown: ন্যাড়া হয়ে যাচ্ছে নিউটাউন! রাস্তায় পড়ে একের পর এক গাছ, ফুঁসছেন বাসিন্দারা
নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 1:48 PM

কলকাতা: বিশ্ব উষ্ণায়ন,পরিবেশ দূষণ পাল্লা দিয়ে বেড়েই চলছে। বারংবার সচেতন করা হচ্ছে। তারপরও কি টনক নড়ানো গেল জন সাধারণের? অমানবিকভাবে, সেখানেই নির্বিচারে চলছে বৃক্ষ ছেদন। আর এই ঘটনা ঘটছে খোদ নিউটাউনে। কোনও কিছুতেই সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে।

জানা গিয়েছে, নিউটাউনের কদমপুকুরে দীর্ঘদিনের একটি পুরনো বটগাছ কাটার দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপরে। ঠিক তেমনি ভাবে সৌন্দর্যায়নের জন্য নিউটাউন বিশ্ব বাংলা সরণি ডিভাইডারের ওপর লাগানো গাছগুলিকেও কেটে ফেলা হয়েছে। প্রায় ৫০ মিটার জুড়ে এইভাবেই গাছ কেটে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হিডকোর এক কর্তা। তিনি এসে ছবি তুলে নিয়ে গিয়েছেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি খারাপ হওয়ার কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা প্রশাসনের কাছে কার্যত ধোঁয়াশা। স্থানীয় মানুষজন গাছ কাটার প্রতিবাদ করে ইকোপার্ক থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।

গাছ কাটার বিষয়ে রজ্জাক আলী মোল্লা বলেন, “পাঁচ বছর ধরে এত বড় বটগাছ ছিল। সেটা কেটে ফেলা হল। অজান্তেই মেশিন দিয়ে কটেছে। রাত্রিবেলা এই সব কাজ করে। ওই গাছগুলো দোষ কী? আর যে গাছ এনকেডিএ বসিয়েছে সে তো আর নষ্ট করবে না।” তবে এই বিষয়ে হিডকোর কর্তার বক্তব্য মেলেনি।