Kolkata Fire: দাউদাউ করে জ্বলছে উল্টোডাঙার কারখানা, দমকলের দেরি, পাশের কারখানাতেও ছড়াল আগুন
Fire: মঙ্গলবার ভোরে উল্টোডাঙায় ইস্ট ক্যানেল সার্কুলার রোডে প্লাইয়ের কারখানায় আগুন লাগে। সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।
কলকাতা: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভোর ৫টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, প্লাই তৈরির কারখানা এটি। শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মঙ্গলবার ভোরে উল্টোডাঙায় ইস্ট ক্যানেল সার্কুলার রোডে প্লাইয়ের কারখানায় আগুন লাগে। সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।
টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে তড়িঘড়ি। পাশের কারখানা গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি।
এদিকে, দমকল দেরিতে আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে এসেছে। আগুন যদি আরও ছড়িয়ে পড়ত, তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হত।