Meenakshi Lekhi: পিতৃপক্ষেই শুভ বিজয়ার শুভেচ্ছা! মীনাক্ষীর অভিবাদনকে কটাক্ষ নেটিজেনদের

Shuvo Bijaya: শনিবারের অনুষ্ঠানে ইউনেস্কোর স্বীকৃতিকে দেশের গর্ব বলে উল্লেখ করেছেন মীনাক্ষী। গোটা দেশকে এই উৎসবে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

Meenakshi Lekhi: পিতৃপক্ষেই শুভ বিজয়ার শুভেচ্ছা! মীনাক্ষীর অভিবাদনকে কটাক্ষ নেটিজেনদের
মীণাক্ষী লেখি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 10:39 PM

কলকাতা: কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মীনাক্ষী লেখি। মহালয়ার আগের দিন কলকাতায় হয়েছে সেই অনুষ্ঠান। সেখান থেকেই কেন্দ্রীয় মন্ত্রী শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন। মহালয়া এখনও হয়নি। পিতৃপক্ষ চলছে। দেবীর বোধন হতে এখনও কয়েক দিন দেরি রয়েছে। কিন্তু বোধনের আগেই বিসর্জন করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মীনাক্ষীর এই অভিবাদন ঘিরে বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সম্বোধনের জন্য নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে মীণাক্ষীকে।

শনিবারের অনুষ্ঠানে ইউনেস্কোর স্বীকৃতিকে দেশের গর্ব বলে উল্লেখ করেছেন মীনাক্ষী। গোটা দেশকে এই উৎসবে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। কিন্তু বক্তব্যের শেষে মীণাক্ষী বলেছেন, “শুভ পুজো। সবাইকে নমস্কার। শুভ বিজয়া।” বোধন তো দেরি আছে। মহালয়ার ভোরও আসেনি। তার আগেই মীনাক্ষীর শুভ বিজয়া ঘিরে কটাক্ষ ভেসে আসছে নেটদুনিয়া থেকে।

ইউনেস্কোর স্বীকৃতি পর তা নিয়ে প্রচারে নেমেছে রাজ্যে সরকার। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়াসাঁকো থেকে রেড অবধি অবধি বর্ণাঢ্য মিছিলের সাক্ষী থেকে শহর কলকাতা। বিষয়টি নিয়ে প্রচারেও নেমেছে তৃণমূল। কিন্তু বিজেপি দাবি, ইউনেস্কোর স্বীকৃতির পিছনে রাজ্যের কোনও ভূমিকা নেই। শনিবার এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্র। সেখান থেকে মীনাক্ষী সাফ জানিয়েছেন সে কথা। পাশাপাশি তিনি খোঁচা দিয়ে বলেছেন, “ভেদাভেদ করা ঠিক নয়। বড় হতে গেলে বড় হৃদয়ের দরকার পড়ে। ছোট হৃদয়ে হয় না।” কিন্তু মহালয়ার আগে বিজয়ার শুভেচ্ছা জানানোয় যে খোঁচা ধেয়ে আসছে তাঁর দিকে, তার মোকাবিলা মীনাক্ষী কী করে করেন, সেটাই দেখার।