Lalbazar: পুলিশি জরিমানা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, লালবাজারে পরিবহণ সংগঠনের সদস্যরা
Lalbazar: শুক্রবার লালবাজারে জয়েন্ট সিপি ট্রাফিকের সঙ্গে বৈঠক করে তারা। কলকাতা পুলিশের একাধিক জরিমানার উপর আপত্তি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিকের কাছে।
কলকাতা: পুলিশের জরিমানা নেওয়া নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করল জয়েন্ট ফোরাম অব ট্রান্সপোর্ট অপারেটর্স। শুক্রবার লালবাজারে জয়েন্ট সিপি ট্রাফিকের সঙ্গে বৈঠক করে তারা। কলকাতা পুলিশের একাধিক জরিমানার উপর আপত্তি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিকের কাছে। বাস মালিক সংগঠনের কর্তা রাহুল বন্দ্যোপাধ্যায় এবং টিটো সাহা বৈঠক শেষে জানান, গণপরিবহনের সঙ্গে যুক্ত বাসের উপরে যে ভাবে জরিমানা চাওয়া হচ্ছে, সমস্তটা আইন মেনে হচ্ছে এমন নয়। বরং বেআইনিভাবেও পুলিশ জরিমানা নেয় বলেই অভিযোগ জয়েন্ট ফোরাম অব ট্রান্সপোর্ট অপারেটর্সের।
সংগঠনের তরফে জানানো হয়, এই বেআইনি জরিমানা আদায় যাতে আগামিদিনে বন্ধ হয় সে কারণেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে কলকাতা পুলিশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং টিটো সাহারা।
অন্যদিকে লাক্সারি ট্যাক্সি সংগঠনের কর্তা ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা পুলিশের কাছে ২০১৫ সালের নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের নথি দেখিয়ে CITATON কেস বন্ধ করার আবেদন করা হয়েছে। অতীতে এই ধরণের কেস হাওড়া জেলায় চালু থাকলেও সেখানে এখন বন্ধ আছে। কিন্তু কলকাতা পুলিশের এলাকায় এই কেস দেওয়া হচ্ছে বলেই অভিযোগ পরিবহণ সংগঠনের। অবিলম্বে তা বন্ধ করার দাবি উঠেছে এদিন।
একই ভাবে জরিমানা সংক্রান্ত একাধিক ইস্যু নিয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেন পুলকার সংগঠনের নেতা সুদীপ পাল। তাঁর দাবি, আগামী এপ্রিল মাস থেকে পুরোদমে স্কুলে খুলে গেলেও বহু সংখ্যক পুলকারকে রাস্তায় দেখা যাবে না। কারণ হিসাবে তাঁর দাবি, পুলিশি জরিমানার কারণে সমস্যা বাড়ছে।
উল্লেখ্য, রাজ্যের সংশোধিত ২০১৯ মোটর ভেহিক্যাল আইন চালু হওয়ায় এক ধাক্কায় অনেকটাই বেড়েছে জরিমানার অঙ্ক। আইন ভাঙলে কড়া পদক্ষেপ করার ক্ষমতা বেড়েছে পুলিশের। সংশোধিত আইন অনুযায়ী, আইন ভাঙলে লাইসেন্স সাসপেন্ড করতে পারবে পুলিশ। বিনা হেলমেটে বাইক চালালে জরিমানা ১ হাজার টাকা। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে জরিমানা ২ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা। বেপরোয়াভাবে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা। তিন বছরের মধ্যে একই অপরাধে দশ হাজার টাকা জরিমানা। অ্যাম্বুলেন্সকে পথ না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা হবে। দমকলকে পথ না ছাড়লেও ১০ হাজার টাকা জরিমানা হবে। এ নিয়েও প্রতিবাদে সরব হয় বেসরকারি বাস মালিক সংগঠন।
আরও পড়ুন: Anis Khan Death: ফের আমতা থানার সামনে ধুন্ধুমার! আনিসের বাড়িতে বিমান-সূর্যকান্ত
আরও পড়ুন: Mala Roy on Russia-Ukraine: ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনুন, বিদেশমন্ত্রীকে চিঠি মালা রায়ের