Millennium Park: দীর্ঘ প্রতীক্ষার ইতি, বড়দিনের আগেই খুলতে চলেছে মিলেনিয়াম পার্ক
Kolkata: পার্ক খুলে গেলেও থাকবে না কোনও বিনোদনমূলক রাইড। বুধবার কলকাতা পুরনিগমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা: মিলেনিয়াম পার্কে (Millennium Park) ঢোকার ক্ষেত্রে থাকছে না কোনও এন্ট্রি ফি। বড়দিনের (২৫ ডিসেম্বর) আগেই খুলতে চলেছে মিলেনিয়াম পার্ক। কেএমডিএ’র থেকে কিছুদিন আগেই কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) হাতে আসে মিলেনিয়াম পার্ক। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে কলকাতাবাসীর প্রিয় মিলেনিয়াম পার্ক। তবে পার্ক খুলে গেলেও থাকবে না কোনও বিনোদনমূলক রাইড। বুধবার কলকাতা পুরনিগমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে মিলেনিয়াম পার্ক। গত এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে উদ্যান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আগাছায় ভরে গিয়েছিল মিলেনিয়াম পার্কের বেশ কিছু এলাকা। কিছুদিন আগে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, মিলেনিয়াম পার্কের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখতে গিয়েছিলেন। আর তারপরই এদিন কলকাতা পুরনিগম বৈঠকে বসেছিল। পুরনিগম সূত্রে খবর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বড়দিনের আগেই খুলে দেওয়া হবে মিলেনিয়াম পার্ক।
সামনেই লম্বা ছুটির মরশুম। বড়দিন থেকে ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। এমন অবস্থায় মিলেনিয়াম পার্ক চত্বর দ্রুত সংস্কার করে খুলে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুরনিগমে। যদিও কবে থেকে উদ্য়ান ফের সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
ফলে শীতের মরশুমে কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এই মিলেনিয়াম পার্কে আবারও শহরবাসীদের ভিড় দেখা যেতে পারে। বিশেষ করে বড়দিনের ছুটিতে গঙ্গাপাড়ে শীতের আনন্দ উপভোগ করতে প্রচুর মানুষ এই পার্কে সময় কাটাতে পারবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে পার্ক খুলে গেলেও সেখানে কোনও বিনোদনমূলক রাইডের ব্যবস্থা রাখা হচ্ছে না। এদিকে বড়দিনের মরশুমের আগে কলকাতা পুরনিগমের এই সিদ্ধান্ত শহরবাসীর জন্য একটি বড় পাওনা বলে মনে করেছেন অনেকে। পাশাপাশি মিলেনিয়াম পার্কে ঢোকার জন্য কোনও প্রবেশমূল্যও লাগবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।