Jyotipriya Mallick: এবার বালুর বড় পরীক্ষা, এক টেস্টেই ধরা পড়বে সবটা…

Jyotipriya Mallick: শনিবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বিতীয় দফায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করা হয়। সব পরীক্ষার রিপোর্টই নিয়ন্ত্রণে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে মন্ত্রীকে একটি বিশেষ পরীক্ষা করানোর কথা ভাবছেন চিকিৎসকরা।

Jyotipriya Mallick: এবার বালুর বড় পরীক্ষা, এক টেস্টেই ধরা পড়বে সবটা...
জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 2:16 PM

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে শুক্রবারই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। আর সেই নির্দেশ শোনার পরই এজলাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। চেয়ার থেকে পড়ে যান। বমিও করে ফেলেন। এরপরই তাঁকে আদালতের নির্দেশে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। জ্যোতিপ্রিয় মল্লিক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা সোমবারের পর বলা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।

শনিবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বিতীয় দফায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করা হয়। সব পরীক্ষার রিপোর্টই নিয়ন্ত্রণে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে মন্ত্রীকে একটি বিশেষ পরীক্ষা করানোর কথা ভাবছেন চিকিৎসকরা। কারণ, হঠাৎ কেন তিনি শুক্রবার পড়ে গেলেন, সংজ্ঞাই বা হারালেন কেন তা স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে।

যে পরীক্ষার জন্য সোমবার পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে রাখার কথা ভাবছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, সেই পরীক্ষার নাম হেড আপ টিল্ট টেবিল টেস্ট। এক ঘণ্টা পাঁচ মিনিটের পরীক্ষা এটি। বিভিন্ন অ্যাঙ্গলে রোগীকে দাঁড় করিয়ে, শুইয়ে এই পরীক্ষা করানো হয়। কত ডিগ্রিতে কতক্ষণ রোগীকে দাঁড় করানো যায়, তার একটা নির্দিষ্ট সময় সীমা আছে। তবে যে অ্যাঙ্গলেই রোগীকে রাখা হোক না কেন, মাথা সবসময় সোজা থাকবে এই পরীক্ষা করার সময়। রোগীর মূর্ছা যাওয়ার কারণ জানতে তাঁর হৃদস্পন্দনের হার, হৃদপিণ্ডের স্পন্দনের ছন্দ, রক্তপ্রবাহ, রক্তচাপের মাত্রা পরীক্ষা করার জন্য এই পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।